রাজনীতি

পদত্যাগপত্র এখনো গ্রহণ করা হয়নি, আলোচনা চলছে: আখতার হোসেন

আপডেট: জানু ০৫, ২০২৬ : ০৬:৩৫ এএম
পদত্যাগপত্র এখনো গ্রহণ করা হয়নি, আলোচনা চলছে: আখতার হোসেন

দল থেকে যারা পদত্যাগ করেছেন, তাঁদের সঙ্গে আলোচনা চলছে এবং এখনো কোনো পদত্যাগপত্র আনুষ্ঠানিকভাবে গৃহীত হয়নি বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন।

গতকাল রোববার রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

আখতার হোসেন বলেন, ‘যাঁরা পদত্যাগ করেছেন, তাঁদের সিদ্ধান্ত আমাদের সবাইকে আহত করেছে। তাঁরা পদত্যাগপত্র জমা দিয়েছেন ঠিকই, কিন্তু আমরা এখনো তা আনুষ্ঠানিকভাবে গ্রহণ করিনি। তাঁদের সঙ্গে আমাদের আলোচনা চলছে।’

জাতীয় সংসদ নির্বাচনে আসন বিন্যাস প্রসঙ্গে তিনি বলেন, এ বিষয়ে দলের ভেতরে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। দলের আহ্বায়কের বক্তব্য উদ্ধৃত করে তিনি বলেন, ‘এটি আদর্শিক জোট নয়, এটি নির্বাচনী সমঝোতা।’

সংবাদ সম্মেলনে আসন্ন সংসদ নির্বাচনে জাতীয় পার্টিকে অংশগ্রহণের সুযোগ না দিতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান এনসিপির এই নেতা। তিনি বলেন, ‘যে দল স্বৈরাচার তৈরি করেছে, তারা যেন কোনোভাবেই নির্বাচনে অংশ নিতে না পারে। জাতীয় পার্টিকে নির্বাচনে সুযোগ দেওয়া মানে স্বৈরাচারকে পুনর্বাসনের সুযোগ করে দেওয়া।’

আখতার হোসেন আরও বলেন, জাতীয় পার্টি কর্তৃত্ববাদী শাসনব্যবস্থা সৃষ্টি করেছে এবং সেটিকে বৈধতা দিয়েছে। ‘তাদের সহায়তায় আওয়ামী লীগ হাজার হাজার মানুষ হত্যার সুযোগ পেয়েছে। জাতীয় পার্টি কার্যত গণহত্যার সহযোগী হিসেবে ভূমিকা পালন করেছে,’ বলেন তিনি।


আরএস

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!