ব্রাহ্মণবাড়িয়া–২ (সরাইল–আশুগঞ্জ–বিজয়নগরের দুটি ইউনিয়ন) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। নির্বাচনী ব্যয় মেটাতে তিনি ঋণ নেবেন বলে হলফনামায় উল্লেখ করেছেন।
রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দেওয়া হলফনামা অনুযায়ী, রুমিন ফারহানার নগদ ও ব্যাংকে জমা রয়েছে প্রায় ৩২ লাখ টাকা। এর মধ্যে তিনি নির্বাচনী ব্যয়ের জন্য ২০ লাখ টাকা খরচ করবেন। এ ছাড়া আরও পাঁচ লাখ টাকা তিনি প্রবাসী খালাতো ভাই গালিব মেহেদীর কাছ থেকে ঋণ নেবেন।
হলফনামার তথ্যে আরও উল্লেখ করা হয়েছে, পেশায় সুপ্রিম কোর্টের আইনজীবী রুমিন ফারহানার বার্ষিক আয় প্রায় ৯৭ লাখ টাকা। তিনি ২০২৫ সালের আয়কর রিটার্নে এই আয় দেখিয়েছেন। সম্পদের হিসাবে উত্তরাধিকারসূত্রে চট্টগ্রামে তাঁর পাঁচ কাঠা জমি এবং ঢাকায় একাধিক ফ্ল্যাট রয়েছে। এ ছাড়া তাঁর কাছে রয়েছে ১০ ভরি স্বর্ণ।
রুমিন ফারহানা বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ছিলেন। তবে ব্রাহ্মণবাড়িয়া–২ আসনে বিএনপিনেতৃত্বাধীন জোট থেকে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের প্রার্থী জুনায়েদ আল হাবিবকে মনোনয়ন দেওয়ায় দলীয় সিদ্ধান্ত অমান্য করার অভিযোগে তাঁকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়।
দল থেকে বহিষ্কৃত হলেও নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে অনড় রুমিন ফারহানা।
হলফনামা বিশ্লেষণে দেখা যায়, ২০১৯ ও ২০২৫ সালে জমা দেওয়া দুটি হলফনামার তথ্যের মধ্যে বড় ধরনের পার্থক্য রয়েছে। ২০১৯ সালে একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য হিসেবে জমা দেওয়া হলফনামায় তিনি বার্ষিক আয় দেখিয়েছিলেন চার লাখ ৩৪ হাজার ১০০ টাকা। সেই তুলনায় বর্তমানে তাঁর বার্ষিক আয় বেড়েছে ২২ গুণেরও বেশি।
আরএস
No comments yet. Be the first to comment!