রাজনীতি

মনোনয়ন ফিরে পেতে ইসিতে আপিল তাসনিম জারার

আপডেট: জানু ০৫, ২০২৬ : ০৩:৩৬ পিএম
মনোনয়ন ফিরে পেতে ইসিতে আপিল তাসনিম জারার

ঢাকা-৯ সংসদীয় আসনের স্বতন্ত্র প্রার্থী ও এনসিপির সাবেক নেত্রী ডা. তাসনিম জারা বাতিল হওয়া মনোনয়নপত্র ফিরে পেতে নির্বাচন কমিশনে (ইসি) আপিল করেছেন।

গত ৩ জানুয়ারি জারার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন ঢাকা জেলা রিটার্নিং কর্মকর্তা। আজ সোমবার (৫ জানুয়ারি) বিকেলে আপিল জমা দিতে ইসিতে আসেন তাসনিম জারা। এ সময় তিনি বলেন, “আমি ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলাম, কিন্তু রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তে তা বাতিল হয়েছে। আজ আমরা সেই সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করেছি। আইনি লড়াই চালিয়ে যাবো।”

তিনি আরও জানান, “নির্বাচন পরিচালনা বিধিমালা ও সংশ্লিষ্ট আইন অনুযায়ী আমরা ১ শতাংশ ভোটারের লিস্ট জমা দিয়েছি। এটি শতভাগ সঠিক। যেসময় ভোটার লিস্ট সংগ্রহ করেছি, ইসির ওয়েবসাইট কাজ করছিল না, যার মাধ্যমে যাচাই করা যেত যে যিনি স্বাক্ষর করেছেন, তিনি আদতে ঢাকা-৯ আসনের ভোটার কি না। যেহেতু সেটি যাচাই করা সম্ভব হয়নি, সেখান থেকে সমস্যা তৈরি হয়েছে।”

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে আপিল সোমবার থেকে শুরু হয়েছে এবং চলবে আগামী ৯ জানুয়ারি পর্যন্ত।

ইসির আগারগাঁও নির্বাচন ভবনে অঞ্চল ভিত্তিক ১০টি বুথ স্থাপন করা হয়েছে। আগামী ৯ জানুয়ারি বিকেল ৫টা পর্যন্ত প্রার্থী, ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান, সরকারি সেবাদানকারী প্রতিষ্ঠান বা প্রার্থীর ক্ষমতাপ্রাপ্ত যে কেউ আপিল করতে পারবেন।


আরএস

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!