রাজনীতি

একাত্তর বাদ দিলে দেশের অস্তিত্বই থাকবে না: তারেক রহমান

আপডেট: জানু ০৬, ২০২৬ : ০৫:৩৪ এএম
একাত্তর বাদ দিলে দেশের অস্তিত্বই থাকবে না: তারেক রহমান

মুক্তিযুদ্ধই বাংলাদেশের রাষ্ট্রীয় ও রাজনৈতিক ভিত্তি—এ মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, একাত্তরের মুক্তিযুদ্ধকে বাদ দিলে বাংলাদেশের অস্তিত্বই থাকবে না।

গতকাল সোমবার দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বাম গণতান্ত্রিক জোট ও গণসংহতি আন্দোলনের শীর্ষ নেতাদের সঙ্গে পৃথক সাক্ষাতে এসব কথা বলেন তারেক রহমান।

তারেক রহমান বলেন, সাম্প্রতিক অভ্যুত্থানের পর দেশে নতুন রাজনৈতিক বাস্তবতা ও সম্ভাবনার সৃষ্টি হয়েছে। এই বাস্তবতাকে কাজে লাগিয়ে সরকার ও বিরোধী দলসহ সবাইকে একসঙ্গে নিয়ে দেশকে সামনে এগিয়ে নিতে হবে।

তিনি আরও বলেন, “একাত্তরের চেতনা, নব্বইয়ের গণ-অভ্যুত্থান এবং চব্বিশের ছাত্র–জনতার আন্দোলনের আকাঙ্ক্ষাকে ধারণ করেই আমাদের এগোতে হবে। আমাদের সমাজে আস্তিক–নাস্তিক, বিশ্বাসী–অবিশ্বাসী—সবাই থাকবে। সবাইকে সঙ্গে নিয়ে একটি উদার, গণতান্ত্রিক ও কল্যাণমূলক রাষ্ট্র গড়ে তুলতে চাই।”

সাক্ষাতের আগে বাম গণতান্ত্রিক জোটের নেতারা বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করে শোকবইয়ে সই করেন। এরপর তারেক রহমানের সঙ্গে বৈঠকে বসেন তারা। বিএনপির পক্ষে বৈঠকে উপস্থিত ছিলেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বাম গণতান্ত্রিক জোটের পক্ষে সিপিবি, বাসদ, জাসদসহ বিভিন্ন দলের শীর্ষ নেতারা অংশ নেন।

বৈঠক শেষে বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ সাংবাদিকদের বলেন, মূলত খালেদা জিয়ার মৃত্যুতে সমবেদনা জানাতে তারা এসেছিলেন। পাশাপাশি দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। তিনি বলেন, তারেক রহমান রাজনৈতিক সহনশীলতা, পরমতসহিষ্ণুতা ও একটি সৌহার্দ্যপূর্ণ রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার প্রয়োজনীয়তার কথা বলেছেন।

তিনি আরও বলেন, একাত্তরের মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী শক্তি যেন দেশে রাজনীতি করতে না পারে—এ বিষয়েও তারা কথা বলেছেন। জবাবে তারেক রহমান জানান, এ বিষয়ে কোনো নির্দিষ্ট আলোচনা হয়নি; তবে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে ঐক্যবদ্ধ থাকার বিষয়ে সবাই একমত হয়েছেন।

এদিকে একই দিনে তারেক রহমানের সঙ্গে পৃথক বৈঠক করেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি। বৈঠকে খালেদা জিয়ার মৃত্যুতে সমবেদনা জানানো হয় এবং দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আলোচনা হয়।

পরে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নাও তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনিও খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেন এবং নির্বাচন ও দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলেন।


আরএস

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!