ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৩ (বাবুগঞ্জ ও মুলাদী) আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। নির্বাচনী প্রচারণার খরচ মেটাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সমর্থনের আবেদন জানিয়ে ভিডিও বার্তা পোস্ট করেন তিনি।
বার্তা পোস্টের মাত্র ২৫ ঘণ্টায় প্রায় ২২ লাখ টাকা অনুদান সংগ্রহ করেছেন ফুয়াদ। সোমবার রাত ১১টার পর লাইভে এসে তিনি এই তথ্য নিশ্চিত করেন।
লাইভে দেওয়া হিসাব অনুযায়ী—
দুটি বিকাশ অ্যাকাউন্টে: ১১,২০,৯৬৯ টাকা
নগদ অ্যাকাউন্টে: ১,২৫,৬০৯ টাকা
ব্যাংক হিসাব: ৯,৪৫,৪৬৭ টাকা
এর বাইরে, অফিসে এসে একজন সাংবাদিক ২ হাজার টাকা প্রদান করেছেন। সব মিলিয়ে ২৫ ঘণ্টায় মোট অনুদান ২১ লাখ ৯৪ হাজার টাকার বেশি।
এদিকে ব্যারিস্টার ফুয়াদ অনুরোধ করেন, অনুদান প্রদানে ইচ্ছুকরা শুধুমাত্র তার ফেসবুক পেজ ও ব্যক্তিগত আইডিতে প্রদত্ত বিকাশ ও নগদ নম্বরে অর্থ পাঠাতে। তিনি সতর্ক করেন, ভিডিওটি অনেকে কপি করে ফেক পেজ থেকে প্রচার করছে এবং নম্বর পরিবর্তন করে প্রতারণার চেষ্টা করছে।
আরএস
No comments yet. Be the first to comment!