রাজনীতি

শুধুমাত্র মিছিল-মিটিংয়ের জন্য জাতীয়তাবাদীর নাম ব্যবহার করা যাবে না: রিজভী

আপডেট: জানু ০৬, ২০২৬ : ০৮:৫৮ এএম
শুধুমাত্র মিছিল-মিটিংয়ের জন্য জাতীয়তাবাদীর নাম ব্যবহার করা যাবে না: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, শুধুমাত্র মিছিল-মিটিং করার উদ্দেশ্যে জাতীয়তাবাদীর নাম ব্যবহার করে সংগঠন তৈরি করা উচিত নয়। বরং, সংগঠনগুলোকে তাদের পেশার মানুষদের সমাজে সম্মান ও মর্যাদা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করতে হবে।

রিজভী এই মন্তব্য করেন আজ মঙ্গলবার (৫ জানুয়ারি) রাজধানীর নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের নিচে অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী মোটরযান চালক দল আয়োজিত সাংগঠনিক কর্মপরিকল্পনা উদ্বোধন অনুষ্ঠানে।

তিনি বলেন, দেশে গরিব ও শ্রমজীবী মানুষরা বেশি হয়রানি ও নির্যাতনের শিকার হয়। এই শ্রেণির মানুষদের সম্মানজনক পেশা গ্রহণ করতে উৎসাহিত করা দরকার। তিনি যুক্তি দেন, “আমি আমেরিকায় দেখেছি, সেখানে অনেক বিএ, এমএ পাস ইঞ্জিনিয়ার, ডাক্তার ট্যাক্সি বা উবার চালিয়ে ভালো জীবন যাপন করে। সেখানে কোনো শ্রেণিবিভাজন নেই, এবং সমাজে তাদের মূল্যমান রয়েছে।”

রিজভী আরও বলেন, যারা বিশ্ববিদ্যালয় শেষ করেছে কিন্তু এখনো চাকরি পাননি, তারা স্বাধীন পেশায় নিযুক্ত হয়ে নিজের ও পরিবারের দায়িত্ব নিতে পারবে। রাষ্ট্রকে এ ক্ষেত্রে সহায়তা ও আইন প্রণয়ন করতে হবে।

বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী শফু, সহ-সাংগঠনিক সম্পাদক আমিনুল, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম, নজরুল ইসলাম, আরিফুর রহমান তুষারসহ আয়োজক সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী।

আরএস
 

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!