রাজনীতি

ঢাকা-১৭ আসনের নেতাদের সঙ্গে মতবিনিময় করলেন তারেক রহমান

আপডেট: জানু ০৬, ২০২৬ : ০২:০১ পিএম
ঢাকা-১৭ আসনের নেতাদের সঙ্গে মতবিনিময় করলেন তারেক রহমান

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা-১৭ আসনের বিএনপির নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

আজ মঙ্গলবার বেলা ১১টায় রাজধানীর গুলশানে বিএনপির কার্যালয়ে এই মতবিনিময় সভা শুরু হয়। প্রায় দুই ঘণ্টাব্যাপী সভা চলে দুপুর ১টা পর্যন্ত। সভায় তারেক রহমান ঢাকা-১৭ আসনের নেতাকর্মীদের বিভিন্ন সংগঠনিক সমস্যা ও মতামত শোনেন এবং তা সমাধানের বিষয়ে আলোচনা করেন।

মতবিনিময় সভা শেষে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির সাংবাদিকদের জানান, এটি নির্বাচন কেন্দ্রিক ধারাবাহিক বৈঠকের অংশ। ঢাকা-১৭ আসনের সাংগঠনিক কার্যক্রম জোরদার করা, নির্বাচনী এলাকায় বিদ্যমান সমস্যা চিহ্নিত করা এবং সমাধানের বিষয়ে দিকনির্দেশনা দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

সভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য আবদুস সালাম, ফরহাদ হালিম ডোনার, ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরসহ ঢাকা-১৭ আসনের থানা পর্যায়ের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।


আরএস

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!