আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সাধারণ মানুষের মধ্যে এখনো শঙ্কা রয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও দলটির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। একই সঙ্গে তিনি দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতিকে ‘হতাশাজনক’ বলে অভিহিত করেন।
আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন আসিফ মাহমুদ। বিকেল তিনটার দিকে চার সদস্যের প্রতিনিধিদল নিয়ে তিনি সিইসির সঙ্গে বৈঠকে অংশ নেন।
নির্বাচন নিয়ে জনমনের শঙ্কার বিষয়ে আসিফ মাহমুদ বলেন, এখনো মানুষ রাস্তায় বের হলে প্রশ্ন করে—আসলে নির্বাচন হবে কি না। সরকার ও নির্বাচন কমিশন এখনো জনগণকে সেই আস্থায় পৌঁছাতে পারেনি। নির্বাচন অনুষ্ঠিত হবে কি না, তা নিয়ে মানুষের মনে সংশয় বিরাজ করছে।
এনসিপির মধ্যেও এমন শঙ্কা কাজ করছে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, যেখানে প্রার্থীদের শুনানি হওয়ার কথা, সেখানে তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করা হচ্ছে। বিভিন্ন এলাকায় সন্ত্রাসীরা প্রকাশ্যে ঘোরাফেরা করছে এবং কোথাও কোথাও প্রশাসনের পক্ষপাতমূলক আচরণ দেখা যাচ্ছে। এসব কারণেই শঙ্কা তৈরি হয়েছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, তফসিল ঘোষণার পরদিনই চিহ্নিত আসামির হাতে তাঁদের দলের এক সহযোদ্ধা হাদি নিহত হয়েছেন। এতে নির্বাচন নিয়ে উদ্বেগ আরও বেড়েছে। মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনীর দৃশ্যমান কোনো তৎপরতা নেই; পরিস্থিতির তেমন উন্নতি হয়নি।
ইসির সঙ্গে আলোচনার বিষয়ে আসিফ মাহমুদ জানান, কমিশন সুষ্ঠু পরিবেশ নিশ্চিতের আশ্বাস দিয়েছে। তবে তিনি বলেন, শুধু কথায় নয়, কাজের মাধ্যমে তা প্রমাণ করতে হবে। একতরফা নির্বাচনের কোনো উদ্যোগ নেওয়া হলে তা মেনে নেওয়া হবে না।
তিনি আরও অভিযোগ করেন, একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের কার্যালয়ে নিয়মবহির্ভূতভাবে সরকারি কর্মকর্তা ও গোয়েন্দা সংস্থার প্রধানদের যাতায়াত শুরু হয়েছে। ভবিষ্যতে যদি পাতানো নির্বাচনের কোনো চেষ্টা হয়, তবে তাঁদের রাজপথে নামতে বাধ্য হতে হবে বলেও সতর্ক করেন তিনি।
আরএস
No comments yet. Be the first to comment!