বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, নির্বাচনের বর্তমান পরিস্থিতিতে এখন পর্যন্ত মোটামুটি একটি লেভেল প্লেয়িং ফিল্ড বজায় রয়েছে। কারও বা কোনো দলের কোনো অভিযোগ থাকলে তা নির্বাচন কমিশনের কাছে উপস্থাপন করা যেতে পারে। তবে অভিযোগ অবশ্যই বস্তুনিষ্ঠ হতে হবে।
আজ মঙ্গলবার (৬ জানুয়ারি) রাত ৮টার দিকে কক্সবাজার জেলা বিএনপির কার্যালয় পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, নির্বাচনের বিষয়ে ভিত্তিহীন অভিযোগ তোলা গণতান্ত্রিক চর্চার পরিপন্থী। হাওয়ার ওপর অভিযোগ করা ঠিক নয়। পরস্পরের বিরুদ্ধে দোষারোপের রাজনীতি থেকে বেরিয়ে এসে দায়িত্বশীল আচরণ করা প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন।
তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গণঅভ্যুত্থানে নিহত শহীদ আবু সাঈদ ও শহীদ ওয়াসিমসহ অন্য শহীদদের কবর জিয়ারতের পরিকল্পনা নিয়েছেন। এর অংশ হিসেবে আগামী ১৭ থেকে ১৯ জানুয়ারির মধ্যে শহীদ ওয়াসিমের কবর জিয়ারতের উদ্দেশ্যে তারেক রহমানের কক্সবাজার সফরের সম্ভাবনা রয়েছে।
এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম আরা স্বপ্নাসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কার্যালয় পরিদর্শন শেষে সালাহউদ্দিন আহমদ আকাশপথে ঢাকার উদ্দেশে কক্সবাজার ত্যাগ করেন।
আরএস
No comments yet. Be the first to comment!