বিএনপি নেতা ও আইনজীবী ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, দেশের রাজনীতিতে তার বিরুদ্ধে বহিষ্কারের আদেশ বেগম খালেদা জিয়ার মৃত্যুর পরই এসেছে। জীবিত থাকলে এমন কিছু ঘটত না। তিনি বলেন, “আজকে বাংলাদেশে যে গণতান্ত্রিক পরিবর্তন হতে যাচ্ছে, তার পেছনে জীবন দিয়ে ভূমিকা রেখেছেন বেগম খালেদা জিয়া। উনি আমাকে রাজনীতিতে এনেছেন। তার জীবিত থাকাকালে আমার বিরুদ্ধে কোনো বহিষ্কারের আদেশ আসেনি।”
রুমিন ফারহানা সম্প্রতি একটি ইউটিউব চ্যানেলের টক শো প্রোগ্রামে এসব কথা বলেন। তিনি উল্লেখ করেন, গত ১৭ বছর ধরে বিশেষ করে গত ১৫ বছরে তিনি টেলিভিশন টকশো, সংসদ ও নির্বাচনী এলাকায় ধারাবাহিকভাবে দল, দেশ ও মানুষের পক্ষে কাজ করে আসছেন।
তিনি বলেন, বিএনপি একটি বড় রাজনৈতিক দল; সেখানে নানা ধরনের হিসাব-নিকাশ থাকা স্বাভাবিক। দীর্ঘদিন পর দেশে নির্বাচন আসায় বিএনপি কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে জোট ও আসন সমঝোতায় গেছে। এ পরিস্থিতিতে দলীয় নির্দেশনা অনুযায়ী ২০১৭ সাল থেকে তিনি সংশ্লিষ্ট আসনে কাজ করে আসছেন।
রুমিন ফারহানা বলেন, নির্বাচনের আগে হঠাৎ দলের হাইকমান্ড জানায় অন্য একটি দলের সঙ্গে জোট হচ্ছে। তবে এই সিদ্ধান্তের বিষয়ে তাকে ব্যক্তিগতভাবে কিছু জানানো হয়নি। তিনি নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেন এলাকার মানুষের সঙ্গে আলোচনার পর। “এলাকার মানুষের স্পষ্ট দাবি ছিল, এবার যেন জোটের কোনো প্রার্থী না দেওয়া হয় এবং ধানের শীষের প্রার্থী আসে,” তিনি বলেন।
তিনি আরও জানান, নির্বাচনে অংশ নেওয়ার আগে তিনি বিভিন্ন গোয়েন্দা সংস্থা, দলীয় ও বেসরকারি পেশাদার প্রতিষ্ঠানের ৮–৯টি জরিপ প্রতিবেদন পর্যালোচনা করেছেন। এসব জরিপের ভিত্তিতেই তিনি ‘হাঁস’ মার্কায় নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছেন।
বর্তমান পরিস্থিতি নিয়ে রুমিন ফারহানা বলেন, এখন পর্যন্ত এলাকায় বড় কোনো বিশৃঙ্খলা চোখে পড়েনি। তবে ২২ জানুয়ারি থেকে প্রচার-প্রচারণা শুরু হলে পরিস্থিতি আরো স্পষ্ট হবে।
আরএস
No comments yet. Be the first to comment!