বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জেলা সফরে বের হচ্ছেন। প্রাথমিকভাবে তার ৪টি জেলায় সফরের তারিখ নির্ধারণ করা হয়েছে। আগামী ১১ জানুয়ারি ঢাকা থেকে এই সফর শুরু হয়ে ১৪ জানুয়ারি বগুড়া গিয়ে শেষ হবে। তবে নির্বাচনী আচরণ বিধির কারণে এই সফরে তিনি কোনো নির্বাচনী প্রচার-প্রচারণায় অংশ নেবেন না।
সফরে তিনি কেবল মওলানা আব্দুল হামিদ খান ভাসানী, জুলাই শহীদ আবু সাঈদ, তার নানি তৈয়বা মজুমদারসহ নিহত জুলাই যোদ্ধাদের কবর জিয়ারত ও দোয়া মাহফিলে অংশ নেবেন। এছাড়া আহত জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎও করবেন তিনি।
বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান জানান, ১১ জানুয়ারি সকাল ৯-১০টার মধ্যে ঢাকা থেকে টাঙ্গাইল উদ্দেশে রওনা হবেন। সেখান থেকে সিরাজগঞ্জ হয়ে বগুড়া যাবেন এবং বগুড়ায় রাত্রিযাপন করবেন। পরের দিন ১২ জানুয়ারি বগুড়ার কার্যক্রম শেষে রংপুর (পীরগঞ্জ) ও দিনাজপুরে সফর করবেন। এরপর ঠাকুরগাঁওয়ে রাত্রিযাপন শেষে ১৩ জানুয়ারি পঞ্চগড়, নীলফামারী ও লালমনিরহাটে কার্যক্রম সম্পন্ন করে আবার রংপুরে এসে রাত্রিযাপন করবেন।
সফরের শেষদিন ১৪ জানুয়ারি রংপুর ও বগুড়া (গাবতলী) হয়ে ঢাকায় ফিরবেন। সফরে কিছু পরিবর্তন আসতে পারে, এটি প্রাথমিক সূচি বলে জানান আতিকুর রহমান।
তিনি আরও বলেন, নির্বাচনী আচরণ বিধি ভঙ্গ না হয় সেজন্য সংশ্লিষ্ট জেলার নেতাকর্মীদের কোনো ধরনের নির্বাচনী ব্যানার বা ফেস্টুন প্রদর্শন না করার নির্দেশনা দেওয়া হয়েছে।
তাঁর চার দিনের সফরসূচি উপলক্ষ্যে সংশ্লিষ্ট জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তাদের আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়েছে।
আরএস
No comments yet. Be the first to comment!