আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল–৩ (মুলাদী–বাবুগঞ্জ) আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। নির্বাচনী ব্যয় নির্বাহের জন্য ভোটার ও শুভানুধ্যায়ীদের কাছ থেকে তিনি তিন দিনে প্রায় ৪০ লাখ টাকা অনুদান পেয়েছেন।
বুধবার (৭ জানুয়ারি) রাতে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান ব্যারিস্টার ফুয়াদ। তাঁর দেওয়া হিসাব অনুযায়ী, তিন দিনে তিনি মোট ৩৯ লাখ ৬৬ হাজার ৫৫৬ টাকা পেয়েছেন।
ফেসবুক পোস্টে তিনি জানান, ৭ জানুয়ারি রাত পর্যন্ত বিকাশের মাধ্যমে পাওয়া গেছে ১৯ লাখ ২৩ হাজার ৫৫২ টাকা, নগদে ২ লাখ ৩৫ হাজার ৫৬ টাকা এবং ব্যাংক হিসাবে জমা হয়েছে ১৮ লাখ ৭ হাজার ৯৪৮ টাকা।
ব্যারিস্টার ফুয়াদ বলেন, তাঁর নির্বাচনী এলাকার মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৩২ হাজার ১০১ জন। নির্বাচন কমিশনের বিধিমালা অনুযায়ী জনপ্রতি ১০ টাকা হিসাবে তাঁর সর্বোচ্চ নির্বাচনী ব্যয়সীমা ৩৩ লাখ ২১ হাজার ১০ টাকা। সে হিসেবে তিন দিনে প্রাপ্ত অনুদান নির্ধারিত ব্যয়সীমার চেয়ে বেশি হয়েছে।
অতিরিক্ত অনুদানের বিষয়ে নির্বাচন কমিশনের পরামর্শ অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি। একই সঙ্গে স্বচ্ছতার স্বার্থে অনুদান–সংক্রান্ত সব কাগজপত্র নির্বাচনের দিন পর্যন্ত নিরীক্ষা করে প্রকাশ করা হবে এবং নির্বাচন কমিশনে জমা দেওয়া হবে বলেও উল্লেখ করেন ব্যারিস্টার ফুয়াদ।
তিনি আরও বলেন, নির্বাচন কমিশন কিংবা সরকারের অন্য কোনো আর্থিক নিয়ন্ত্রক সংস্থা চাইলে অনুদান সংক্রান্ত সব তথ্য যাচাই করতে পারবে এবং সে ক্ষেত্রে সর্বাত্মক সহযোগিতা করা হবে।
আরএস
No comments yet. Be the first to comment!