দীর্ঘ ২৩ বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঠাকুরগাঁও আসছেন। জেলা নেতাকর্মীরা নেতাকে একনজর দেখার জন্য অপেক্ষা করছেন।
জেলা বিএনপি সূত্র জানায়, তার আগমন মূলত জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে নিহত আল মামুনসহ অন্যান্যদের প্রতি শ্রদ্ধা জানানো এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্মরণসভা ও দোয়া মাহফিলে অংশ নেওয়ার উদ্দেশ্যে।
সূত্রে বলা হয়, আগামী সোমবার (১২ জানুয়ারি) রাতে তিনি ঠাকুরগাঁও পৌঁছাবেন এবং শহরের ব্যুরো বাংলাদেশ প্রশিক্ষণ কেন্দ্রের গেস্ট হাউসে অবস্থান করবেন। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকাল ১০টায় আল মামুনের কবর জিয়ারত করবেন এবং বেলা ১১টায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে খালেদা জিয়ার স্মরণসভা ও দোয়া মাহফিলে অংশ নেবেন। একই দিন তিনি পঞ্চগড়ের উদ্দেশ্যে রওনা হবেন।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী জানান, দীর্ঘ ২৩ বছর পর তারেক রহমানের আগমন নেতাকর্মীদের জন্য আনন্দের। প্রশাসনকে নিরাপত্তা বিষয়ে অবগত করা হয়েছে। পুলিশ সুপার বেলাল হোসেন বলেন, তারেক রহমানের আগমন উপলক্ষে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বোচ্চ সতর্কতা রাখা হয়েছে।
আরএস
No comments yet. Be the first to comment!