রাজনীতি

বরিশালে বিএনপি ও মহিলা দলের ১২ নেতাকর্মীর বহিষ্কারাদেশ প্রত্যাহার

আপডেট: জানু ০৯, ২০২৬ : ০৪:১৮ পিএম
বরিশালে বিএনপি ও মহিলা দলের ১২ নেতাকর্মীর বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে বহিষ্কৃত বরিশাল মহানগর বিএনপি ও মহিলা দলের বিভিন্ন পর্যায়ের ১২ নেতাকর্মীর বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বিএনপি। একই সঙ্গে তাঁদের প্রাথমিক সদস্যপদ ফিরিয়ে দেওয়া হয়েছে।

আজ শুক্রবার (৯ জানুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে প্রকাশিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, সংশ্লিষ্ট নেতাকর্মীদের আবেদনের পরিপ্রেক্ষিতে এবং দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তাঁদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। যাঁদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে, তাঁরা হলেন—বরিশাল মহানগর বিএনপির সাবেক সহসভাপতি ও ২৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মো. ফিরোজ আহমেদ, ২৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মো. ফরিদ উদ্দিন হাওলাদার, মহানগর বিএনপির সাবেক সদস্য সৈয়দ হাবিবুর রহমান ফারুক, ২৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির, ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য সৈয়দ হুমায়ুন কবির (লিংকু), মহানগর বিএনপির সাবেক সদস্য ও ৫ নম্বর ওয়ার্ড মহিলা দলের সভানেত্রী জাহানারা বেগম, ২৪ নম্বর ওয়ার্ড মহিলা দলের সভানেত্রী সেলিনা বেগম, ৩০ নম্বর ওয়ার্ড মহিলা দলের সভানেত্রী রাশিদা পারভীন, মহানগর মহিলা দলের সাবেক সহসভাপতি মোসা. জেসমিন সামাদ (শিল্পী), ১৫ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য মো. সিদ্দিকুর রহমান, মো. কামরুল আহসান (রুপন) এবং ১৮ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য মো. জাবের আব্দুল্লাহ (সাদী)।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বহিষ্কারাদেশ প্রত্যাহার করে সংশ্লিষ্ট নেতাকর্মীদের কেবল প্রাথমিক সদস্যপদ ফিরিয়ে দেওয়া হয়েছে। ভবিষ্যতে দলীয় শৃঙ্খলা, নীতিমালা ও সাংগঠনিক সিদ্ধান্ত কঠোরভাবে অনুসরণ করার বিষয়ে তাঁদের সতর্ক করা হয়েছে।


আরএস

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!