আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা ফুটবল প্রতীক নিয়ে অংশগ্রহণের আগ্রহ প্রকাশ করেছেন।
আজ শনিবার (১০ জানুয়ারি) দুপুরে প্রার্থিতা ফিরে পাওয়ার পর তিনি সাংবাদিকদের বলেন, “নির্বাচন কমিশন আমার আপিল মঞ্জুর করেছে। এখন আমি নির্বাচন কমিশনের কাছে প্রতীকের জন্য আবেদন করব। আমার পছন্দ ফুটবল প্রতীক।”
এর আগে ৩ জানুয়ারি মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ঢাকার রিটার্নিং কর্মকর্তা তাসনিম জারার প্রার্থিতা বাতিল করেন। স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্রে থাকা ১ শতাংশ ভোটারের স্বাক্ষরের তালিকায় ১০ জনের মধ্যে দুইজনের ভুলের কারণে তার প্রার্থিতা বাতিল করা হয়েছিল।
আরএস
No comments yet. Be the first to comment!