প্রতিহিংসা ও প্রতিশোধের রাজনীতি পরিহার করে জনকল্যাণভিত্তিক রাজনীতি করার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। যেকোনো মূল্যে দেশে গণতান্ত্রিক প্রক্রিয়া পুনরুজ্জীবনের তাগিদ দিয়ে তিনি বলেন, রাজনৈতিক মতপার্থক্য স্বাভাবিক, তবে তা যেন বিভেদে রূপ না নেয়—সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে।
শনিবার রাজধানীর বনানীর একটি হোটেলে সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে এসব কথা বলেন তারেক রহমান। বক্তব্যের শুরুতেই তিনি দেশের মানুষের রাজনৈতিক অধিকার নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন।
তারেক রহমান বলেন, ‘৫ আগস্টের পর বাংলাদেশে আর কোনো প্রতিহিংসা বা প্রতিশোধের রাজনীতি দেখতে চাই না। হিংসা ও প্রতিহিংসার পরিণতি কী হতে পারে, তা আমরা সবাই দেখেছি। অতীতের বিভেদের রাজনীতি দেশ ও জাতিকে যেভাবে ক্ষতিগ্রস্ত করেছে, তা ভুলে গেলে চলবে না।’
তিনি বলেন, ‘আমাদের সমস্যা ছিল, আছে। তবে আমরা ৫ আগস্টের আগের অবস্থায় ফিরে যেতে চাই না। মতপার্থক্য আলোচনার মাধ্যমে দূর করে জাতীয় ঐক্য বজায় রাখাই এখন সময়ের দাবি।’
আগামী ২২ জানুয়ারি থেকে দলের নির্বাচনী ইশতেহার নিয়ে জনগণের কাছে যাওয়ার ঘোষণা দিয়ে তারেক রহমান বলেন, ‘আমি একটি রাজনৈতিক দলের কর্মী হিসেবে জনগণের কথা শুনতে ও তাদের সামনে আমাদের পরিকল্পনা তুলে ধরতে চাই।’
৪ কোটি পরিবারের জন্য ‘ফ্যামিলি কার্ড’
দেশের প্রায় চার কোটি পরিবারের জন্য ‘ফ্যামিলি কার্ড’ চালুর পরিকল্পনার কথাও জানান বিএনপির চেয়ারম্যান। তিনি বলেন, এই কার্ডের কেন্দ্রবিন্দুতে থাকবেন পরিবারের গৃহিণীরা। এর মাধ্যমে ৫ থেকে ৭ বছর আর্থিক বা খাদ্য সহায়তা দেওয়া হবে।
তারেক রহমান বলেন, ‘গবেষণায় দেখা গেছে, নারীদের হাতে অর্থ গেলে তা স্বাস্থ্য, শিক্ষা ও ক্ষুদ্র বিনিয়োগে ব্যয় হয়, যা পরিবার ও স্থানীয় অর্থনীতিকে শক্তিশালী করে।’ তিনি জানান, এই সুবিধা হবে সর্বজনীন, যাতে দলীয় পরিচয় বা শ্রেণিভিত্তিক কোনো বৈষম্য বা দুর্নীতির সুযোগ না থাকে।
স্বাস্থ্যখাতে প্রতিরোধমূলক ব্যবস্থা ও কর্মসংস্থান
স্বাস্থ্যখাতে আমূল পরিবর্তনের লক্ষ্যে প্রতিরোধমূলক ব্যবস্থার ওপর জোর দেওয়ার কথা বলেন তারেক রহমান। তিনি জানান, এ জন্য এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা রয়েছে, যার ৮০ থেকে ৮৫ শতাংশ হবেন নারী।
এই স্বাস্থ্যকর্মীরা ঘরে ঘরে গিয়ে স্বাস্থ্য সচেতনতা সৃষ্টি, প্রাথমিক সেবা প্রদান ও জনসংখ্যা নিয়ন্ত্রণে ভূমিকা রাখবেন বলে জানান তিনি। এর মাধ্যমে একদিকে জনস্বাস্থ্যের উন্নতি হবে, অন্যদিকে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি হবে।
অনুষ্ঠানে উপস্থিত গণমাধ্যমকর্মীদের উদ্দেশে তারেক রহমান বলেন, ‘আপনারা সমালোচনা করুন, তবে এমনভাবে করুন যাতে দেশের জনগণের সমস্যা সমাধানে আমরা আরও কার্যকর ভূমিকা রাখতে পারি।’
আরএস
No comments yet. Be the first to comment!