রাজনীতি

হাদি হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্তরা এখনো ধরা পড়েনি: জামায়াত আমির

আপডেট: জানু ১০, ২০২৬ : ০৫:২৩ পিএম
হাদি হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্তরা এখনো ধরা পড়েনি: জামায়াত আমির

শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের মামলার অভিযোগপত্র দাখিল হলেও এর প্রধান অভিযুক্তরা এখনো আইনের আওতার বাইরে রয়েছেন বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

আজ শনিবার (১০ জানুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ অভিযোগ করেন। সেখানে তিনি বলেন, কেবল কয়েকজনকে গ্রেপ্তার করলেই দায়িত্ব শেষ হয়ে যায় না; এই হত্যাকাণ্ডের পেছনে কোনো সুদূরপ্রসারী ষড়যন্ত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখা জরুরি।

ডা. শফিকুর রহমান বলেন, ‘আমাদের অত্যন্ত স্নেহের সন্তান এবং রাজপথের পরীক্ষিত সহযোদ্ধা শহীদ শরীফ ওসমান বিন হাদির ইন্তেকাল আজও আমাদের ব্যথিত ও ক্ষুব্ধ করে। একটি সম্ভাবনাময় প্রাণের এভাবে ঝরে যাওয়া অপূরণীয় শূন্যতা তৈরি করেছে। দুঃখজনক বিষয় হলো, মামলার অভিযোগপত্র দাখিল হওয়ার পরও এই বর্বর হত্যাকাণ্ডের মূল অভিযুক্তরা এখনো ধরা-ছোঁয়ার বাইরে।’

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন জামায়াত আমির। তিনি বলেন, অভিযুক্তরা দেশে আছে নাকি সীমান্ত পেরিয়ে পালিয়ে গেছে—এ বিষয়ে অস্পষ্টতা বা বিভ্রান্তিকর বক্তব্য গ্রহণযোগ্য নয়। যদি তারা প্রতিবেশী দেশ ভারত বা অন্য কোনো দেশে অবস্থান করে থাকে, তবে কূটনৈতিক উদ্যোগ নিয়ে দ্রুত তাদের ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা সরকারের দায়িত্ব।

একই সঙ্গে তিনি বলেন, স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য তদন্তের মাধ্যমেই প্রকৃত সত্য উদঘাটন সম্ভব। অন্যথায় বিচারহীনতার সংস্কৃতি আরও গভীর হবে, যা রাষ্ট্র ও আইনি ব্যবস্থার ওপর জনআস্থাকে দুর্বল করবে।

একজন শহীদের রক্তের প্রতি সম্মান প্রদর্শন ও ন্যায়বিচার নিশ্চিত করাকে রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব উল্লেখ করে ডা. শফিকুর রহমান বলেন, ‘শহীদ ওসমান বিন হাদির আত্মত্যাগ বৃথা যেতে দেওয়া হবে না। সরকার ও প্রশাসন জনআকাঙ্ক্ষার প্রতি শ্রদ্ধাশীল হয়ে অবিলম্বে দৃশ্যমান ও কার্যকর পদক্ষেপ নেবে—এটাই আমাদের প্রত্যাশা।’


আরএস

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!