রাজনীতি

রাজনীতিতে এখন অনেক নতুন ‘খেলা’ শুরু হয়েছে: মির্জা আব্বাস

আপডেট: জানু ১০, ২০২৬ : ০৫:২৫ পিএম
রাজনীতিতে এখন অনেক নতুন ‘খেলা’ শুরু হয়েছে: মির্জা আব্বাস

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, রাজনীতিতে বর্তমানে অনেক নতুন ধরনের ‘খেলা’ শুরু হয়েছে। কিছু লোক উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রচার করছে যে বিএনপি নাকি আওয়ামী লীগকে আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে।

আজ শনিবার (১০ জানুয়ারি) বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ আয়োজিত বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

মির্জা আব্বাস বলেন, বিএনপির জন্ম হয়েছে জাতীয়তাবাদী আদর্শের ভিত্তিতে। জাতীয়তাবাদ ছাড়া অন্য কোনো চিন্তা বিএনপি করে না। অথচ কিছু তরুণ নানা উসকানিমূলক বক্তব্য দিয়ে কখনো ব্যক্তিগতভাবে, কখনো দল হিসেবে বিএনপি ও জিয়া পরিবারকে আক্রমণ করছে।

তিনি বলেন, কয়েকজনের বক্তব্য শুনে মনে হয়, পুরো দেশের নির্বাচন যেন শুধু ঢাকা-৮ আসনেই হচ্ছে। মির্জা আব্বাসকে হারাতে পারলে নাকি বিএনপিকে হারানো যাবে। কিন্তু সারাদেশে বিএনপিকে হারানো যাবে না—ইনশাআল্লাহ। দেশে যে জনজোয়ার তৈরি হয়েছে, সেটি ধরে রাখতে পারলেই বিএনপি বিজয়ী হবে।

নিজের নির্বাচনী অবস্থান প্রসঙ্গে তিনি বলেন, আমি একা জিতলেই চলবে না, বিএনপিকে জিততে হবে। দেশের মানুষ কিছু নোংরা চরিত্রের রাজনীতি থেকে মুক্তি চায়। প্রতিপক্ষকে উদ্দেশ করে তিনি বলেন, গণতান্ত্রিক প্রতিযোগিতায় সবাই স্বাগত; তবে উল্টোপাল্টা কথা বলে পায়ে পাড়া দিয়ে ঝগড়া বাধানোর চেষ্টা করবেন না। আমি ঝগড়া করব না। প্রয়োজনে বাসায় এসে চা-বিরিয়ানি খেয়েও যেতে পারেন। দেশকে স্থিতিশীল রাখতে হবে।

নির্বাচন প্রসঙ্গে মির্জা আব্বাস বলেন, বিএনপির বিদেশে বন্ধু আছে, প্রভু নেই। কেউ কেউ ভয় দেখাতে চায় দেশে সুষ্ঠু নির্বাচন হবে না। সচিবালয়ের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীকে বদলি করে নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন তিনি। এ সময় বিএনপির সম্ভাব্য পোলিং এজেন্টদের উদ্দেশে তিনি বলেন, ভোটের দিন কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না; প্রয়োজনে প্রতিহত করতে হবে।

নিজ এলাকার বাইরে প্রার্থিতা প্রসঙ্গে ইঙ্গিত করে মির্জা আব্বাস বলেন, কেউ যদি সত্যিই জনপ্রিয় হন, তবে নিজ এলাকায় নির্বাচন করতে ভয় কেন? অনেকে নিজ এলাকায় ঢুকতেই পারেন না, তাই ঢাকাকে বেছে নেন।

বেগম খালেদা জিয়াকে স্মরণ করে তিনি বলেন, দেশনেত্রী বলেছিলেন—দেশের বাইরে তার কোনো জায়গা নেই, মরলে দেশেই মরবেন। আল্লাহ তাঁর ইচ্ছা কবুল করেছেন। তাঁকে একসময় বিনা চিকিৎসায় মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছিল, তবু উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে দেওয়া হয়নি। কিন্তু তিনি বীরের মতো বিদায় নিয়েছেন। আর যারা আওয়ামী লীগকে আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে, তাদের বিরুদ্ধেও প্রতিরোধ গড়ে তুলতে হবে।


আরএস

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!