সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, জনগণের ক্ষোভ, হতাশা ও অপ্রাপ্তির কথা যেমন তিনি শুনতে চান, তেমনি তাঁর নিজের ও সামষ্টিক পর্যায়ের ভুল, বাস্তব সংকট ও সীমাবদ্ধতা নিয়েও খোলামেলা আলোচনা প্রয়োজন। গত দেড় বছরের অভিজ্ঞতা পর্যালোচনা করে কীভাবে নতুন করে শুরু করা যায়—সে সম্ভাবনা নিয়েই তিনি কথা বলতে চান।
আজ রোববার (১১ জানুয়ারি) নিজের ফেসবুক পোস্টে এসব কথা বলেন মাহফুজ আলম। পোস্টে তিনি লিখেছেন, নতুনভাবে কিছু করার বিষয়ে কথা বলার পর গত দুই সপ্তাহে তিনি কয়েক শতাধিক ছাত্র ও নাগরিকের সঙ্গে কথা বলেছেন। একসময় যারা নতুন রাজনৈতিক বন্দোবস্ত ও বিকল্প রাজনৈতিক শক্তির বিষয়ে আশাবাদী ছিলেন, তাদের অনেকের মধ্যেই এখন হতাশা ও আস্থাহীনতা দেখা যাচ্ছে। তবে এসব আলোচনার পর সবার মধ্যে একটি জায়গায় মত তৈরি হয়েছে—সবাই আরেকবার চেষ্টা করে দেখতে চান।
মাহফুজ আলম বলেন, যারা বৈষম্যহীন সমাজব্যবস্থা, মানবাধিকার, ন্যায়বিচার ও নতুন আর্থ-রাজনৈতিক বন্দোবস্তে বিশ্বাস করেন; যারা দ্বিদলীয় বা জোটকেন্দ্রিক রাজনীতিতে আগ্রহী নন; যারা আদর্শিকভাবে আপোসহীন এবং নীতিনির্ভর (পলিসি-বেইজড) রাজনীতি প্রত্যাশা করেন—তাদের সঙ্গে তিনি যোগাযোগ করতে চান।
আগ্রহীরা নিজেদের মতামত কিংবা প্রশ্ন ই-মেইলের মাধ্যমে পাঠাতে পারেন বলে জানান তিনি। এ জন্য তিনি একটি ই-মেইল ঠিকানাও উল্লেখ করেছেন: nationalvision24@gmail.com।
মাহফুজ আলম বলেন, এই উদ্যোগের উদ্দেশ্য হলো খোলা মনে আলোচনা করা—ভুল স্বীকার, বাস্তবতা অনুধাবন এবং সম্মিলিতভাবে নতুন পথ খোঁজার চেষ্টা।
আরএস
No comments yet. Be the first to comment!