রাজনীতি

আপসহীন নেত্রীর স্বপ্ন পূরণে কাজ করতে চাই: রাশেদ খাঁন

আপডেট: জানু ১১, ২০২৬ : ০৫:৫৯ পিএম
আপসহীন নেত্রীর স্বপ্ন পূরণে কাজ করতে চাই: রাশেদ খাঁন

ঝিনাইদহ-৪ আসনের বিএনপির প্রার্থী রাশেদ খাঁন বলেছেন, ফ্যাসিবাদ বিরোধী এবং অন্যায়ের সাথে কখনো আপস না করা নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্বপ্ন পূরণে তিনি কাজ করতে চান।

আজ রোববার (১১ জানুয়ারি) বিকেলে কালীগঞ্জ শহরের মোবারক আলী মাধ্যমিক বিদ্যালয় মাঠে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় অনুষ্ঠিত কোরআন খতম ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

রাশেদ খাঁন বলেন, “আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের দৃষ্টি ব্যক্তির দিকে নয়, দলকে দেওয়া উচিত। আপনারা তারেক রহমানের পরিকল্পনা বাস্তবায়নে কাজ করবেন, আমি সেই নির্দেশনা মেনে আপনাদের সঙ্গে কাজ করতে চাই।”

অনুষ্ঠানে কালীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি, জেলা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সাবেক যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদের সভাপতিত্বে দোয়া মাহফিলের মূল আয়োজন সম্পন্ন হয়।


আরএস

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!