কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী ও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, এবারের নির্বাচন হবে দুর্নীতি ও ঋণখেলাপিদের সংসদের বাইরে পাঠানোর নির্বাচন।
আজ রোববার (১১ জানুয়ারি) দুপুরে দেবিদ্বার উপজেলার বড়শালঘর ইউনিয়নের ছৈয়দপুর বাজারে ভারতীয় আগ্রাসনবিরোধী পদযাত্রা এবং গণসংযোগ শেষে একটি উঠান বৈঠকে তিনি এ কথা জানান। হাসনাত আব্দুল্লাহ বলেন, “আমার কোনো গুন্ডাপান্ডা নেই। ভোটের জন্য আমরা ভালোবাসা দিয়ে মানুষের মন জয় করব। প্রয়োজনে পায়ে ধরে ভোট ভিক্ষা চাইব। চুরি ও দুর্নীতি করার চেয়ে এটিই সম্মানের।”
তিনি আরও বলেন, গণভোটে ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমেই গণতন্ত্র শক্তিশালী হবে এবং মানুষের মৌলিক অধিকার সুরক্ষিত থাকবে। জনগণ যদি চাঁদাবাজমুক্ত ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ চান, তবে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানান।
পদযাত্রায় উপজেলা জামায়াতে ইসলামী ও এনসিপির নেতাকর্মীসহ বিপুলসংখ্যক নারী অংশ নেন।
আরএস
No comments yet. Be the first to comment!