ফরিদপুর-২ (সালথা-নগরকান্দা) আসনের বিএনপির প্রার্থী শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, তাঁর দলের কেউ যদি দুর্নীতি, টেন্ডারবাজি, চাঁদাবাজি বা দখলবাজি করে, তাকে “জেলে পচতে হবে।”
আজ রোববার (১১ জানুয়ারি) বিকেলে সালথা উপজেলার রামকান্তপুর ইউনিয়নের হাসেন মাতুব্বরের বাড়িতে সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শামা ওবায়েদ বলেন, “আমরা কম খেয়ে হলেও ভাল থাকতে পারবো। আমাদের দুর্নীতি করার দরকার নেই। কর্মসংস্থানের ব্যবস্থা করবো। আমাদের কাছে আলেম-ওলামারা নিরাপদ। ভালোবাসা ও সম্মান দিয়ে মানুষের মন জয় করতে চাই।”
তিনি আরও বলেন, বিজয়ী হলে সালথায় আন্তর্জাতিক মানের একটি হাসপাতাল নির্মাণ করা হবে, শিক্ষাখাতে উন্নয়ন আনা হবে এবং যুবক-নারীদের জন্য কর্মসংস্থান সৃষ্টিতে কাজ করা হবে। এছাড়া কৃষকদের উন্নয়নে তৎপর থাকবেন তিনি।
দোয়া ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন সালথা উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল বাশার আযাদ, উপজেলা বিএনপির সহসভাপতি মনির মোল্যা, যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দসহ অন্যান্য স্থানীয় নেতাকর্মী।
আরএস
No comments yet. Be the first to comment!