রাজনীতি

মৃত্যুদণ্ড থেকে ফিরে নির্বাচন করব স্বপ্নেও ভাবিনি: বাবর

আপডেট: নভে ১৪, ২০২৫ : ০৫:২৮ পিএম
মৃত্যুদণ্ড থেকে ফিরে নির্বাচন করব স্বপ্নেও ভাবিনি: বাবর

১৭ বছর কারাভোগ শেষে আবারও নির্বাচনে অংশ নেওয়ার সুযোগকে জীবনের ‘অবিশ্বাস্য ফিরে আসা’ বলে মন্তব্য করেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। বিএনপির মনোনয়ন পাওয়ার পর তিনি বলেন, “মৃত্যুদণ্ড থেকে ফিরে আজ মনোনয়ন পাব—এটা কখনোই ভাবিনি। এক বছর আগেও কল্পনা করিনি নির্বাচনের মাঠে ফিরতে পারব। আপনাদের দোয়া, ভালোবাসা আর বিশ্বাস ছাড়া এটা সম্ভব হতো না।”

আজ শুক্রবার সন্ধ্যায় নেত্রকোণার মদনে নিজ এলাকায় পৌঁছালে স্থানীয় নেতাকর্মীরা বাবরকে গণসংবর্ধনা দেন। দীর্ঘদিন পর তাকে সামনে পেয়ে এলাকাবাসীর মধ্যে ছিল উৎসবের আবহ। সমাবেশে বাবর বলেন, আমার নির্বাচনী এলাকার মানুষ আমার জন্য দোয়া করেছে, রোজা রেখেছে, নামাজ পড়েছে। তাদের এই ভালোবাসা আমার জীবনের বড় পাওয়া।” তিনি আরও বলেন, “আল্লাহর রহমত আর জনগণের আস্থার কারণেই আমি আবার রাজনীতিতে ফিরতে পেরেছি।

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বাবর বলেন, তাদের আস্থা তাকে নতুন শক্তি দিয়েছে।

সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি নূরুল আলম তালুকদার। সঞ্চালনায় ছিলেন পৌর বিএনপির সভাপতি কামরুজ্জামান চন্দন। জেলা, উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এ সময়ে উপস্থিত ছিলেন।


আরএস

Tags:
বিএনপি

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!