ছাত্রশিবিরের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে প্রচলিত ‘রগ কাটা’ অভিযোগের বিষয়ে প্রশ্ন তুলে সংগঠনটির সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, অভিযোগ করা হলেও কেউ কোনোদিন বলতে পারেনি—ছাত্রশিবির কোথায় রগ কাটে। আজ শুক্রবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে শিবিরের মেডিকেল জোন আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
অনুষ্ঠানে বিএনপি ও ছাত্রদলের বিরুদ্ধেও অভিযোগ তোলেন সাদ্দাম। রগ কাটার প্রসঙ্গে তিনি বলেন, “এই প্রশ্নটা সব জায়গায় করা হয়। রাজশাহীতে কাটে বলা হয়; সেখানে গিয়ে শুনলাম চট্টগ্রামে কাটে। চট্টগ্রামে গিয়ে আবার একই কথা। এত অভিযোগ করা হলেও রাষ্ট্র আজ পর্যন্ত একজনের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়নি। বরং প্রশাসন সব সময় আমাদের বিরুদ্ধেই ছিল।” তিনি আরও বলেন, গুম কমিশনের রিপোর্টে বিএনপি প্রথমে, আর আমরা দ্বিতীয় স্থানে—৩১ শতাংশ। রাষ্ট্রযন্ত্র আমাদের ওপরই ঝাঁপিয়ে পড়েছিল। অথচ রগ কাটার কোনো প্রমাণ তারা দেখাতে পারেনি।
রাজনৈতিক প্রচারণার প্রসঙ্গ টেনে সাদ্দাম বলেন, “জুলাই আন্দোলনের সময় প্রথমে বলা হলো—জামায়াত-শিবির-বিএনপি করছে। পরে বলা হলো—জামায়াত-শিবির। এরপর বলা হলো—শিবির করছে। শেখ হাসিনা আত্মবিশ্বাস নিয়ে বলেছিলেন, তার কাছে ডিজিএফআইয়ের রিপোর্ট আছে। আমরা নিপীড়ন সহ্য করেছি, কিন্তু এসব অভিযোগের কোনো প্রমাণ পাওয়া যায়নি।” তার ভাষায়, রগ কাটা দিয়ে কাজ হয়নি বলে এখন বিএনপি ‘গুপ্ত’ বলা শুরু করেছিল। এখন সেটাও বন্ধ হয়ে গেছে। এসব প্রোপাগান্ডা আর চলে না।
অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন ঢাকা মেডিকেল কলেজের নিউরোসার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. কানিজ ফাতেমা ইশরাত জাহান রিফাত। বক্তব্য দেন শিবিরের বিভিন্ন কেন্দ্রীয় নেতা এবং ছাত্রলীগের হাতে নিপীড়নের শিকার সাবেক মেডিকেল জোন সভাপতি ডা. মোস্তাফিজুর রহমান।
আরএস
No comments yet. Be the first to comment!