বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, ক্ষমতায় গেলে সংবিধানের প্রস্তাবনায় ‘আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস’ পুনর্বহাল করা হবে।
আজ শনিবার (১৫ নভেম্বর) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত খতমে নবুয়ত মহাসম্মেলনে তিনি এসব কথা বলেন। সালাহউদ্দিন বলেন, আপনারা যে শান্তিপূর্ণ সমাবেশের আয়োজন করেছেন এবং শান্তিপূর্ণভাবে এখানে বক্তব্য শুনছেন, সেটা দেখে মুগ্ধ হয়েছি। আপনারাদের সঙ্গে একাত্মতা প্রকাশের জন্যই এখানে এসেছি।
তিনি আরও বলেন, বাংলাদেশের সংবিধানের প্রস্তাবনায় মহান আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাস অন্তর্ভুক্ত ছিল। এটি পরে তুলে দেওয়া হয়েছে। আপনারা কি চান আমরা এটি পুনর্বহাল করি? ইনশাল্লাহ, আমরা এটি পুনর্বহাল করব। সালাহউদ্দিন বলেন, আমরা নবী মুহাম্মদ (সা.) কে আখেরি নবী হিসেবে বিশ্বাস করি। কলেমা পড়ে আমরা মুসলমান হয়েছি। বাংলাদেশের নাগরিক হিসেবে আমরা বাংলাদেশের পরিচয় মেনে চলি। কিন্তু মুসলিম সম্প্রদায়ের বিভাজনের কারণে সারা বিশ্বে যেমন প্যালেস্টাইন ও রোহিঙ্গাদের উপর হত্যাযজ্ঞ চলছে, তার জন্য আমাদের ঐক্য প্রয়োজন।
তিনি বলেন, “যদি জনগণ আমাদের দায়িত্ব দেয়, আমরা সংসদে আলাপ-আলোচনার মাধ্যমে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেব। সারা বাংলাদেশের মুসলমানদের ঐক্যবদ্ধ থাকতে হবে। ইনশাল্লাহ, আমরা আপনাদের এই প্রস্তাব গ্রহণ করব।”
আরএস
No comments yet. Be the first to comment!