রাজনীতি

নিরপেক্ষ থাকুন, নির্বাচন স্বচ্ছ করুন: মিয়া গোলাম পরওয়ার

আপডেট: নভে ১৫, ২০২৫ : ০৯:২২ এএম
নিরপেক্ষ থাকুন, নির্বাচন স্বচ্ছ করুন: মিয়া গোলাম পরওয়ার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার বলেছেন, এবারের নির্বাচন ১৪, ১৮ ও ২৪-এর মতো হলে দেশের জনগণের ভাগ্যে চরম দুর্ভোগ নেমে আসবে। আজ শনিবার (১৫ নভেম্বর) সকাল সোয়া ৯টায় খুলনার জিরো পয়েন্ট থেকে শুরু হওয়া মোটরসাইকেল শোভাযাত্রার উদ্বোধনকালে তিনি প্রশাসনের কাছে আহ্বান জানান, আপনারা নিরপেক্ষ থাকুন। নির্বাচনী প্রক্রিয়াকে স্বচ্ছ রাখুন। প্রত্যেক প্রার্থী যেন সমান সুযোগ পায়। অতীতে যারা কোনো বিশেষ দলের পক্ষে কাজ করেছে, তাদের পালিয়ে যেতে হয়েছে। আপনারা অবশ্যই পালানোর পথ পাবেন না।

শোভাযাত্রা জিরো পয়েন্ট থেকে গুটুদিয়া, ডুমুরিয়া, খর্ণিয়া, চুকনগর, আঠারোমাইল, রুদাঘরা, রঘুনাথপুর, শাহপুর, ধামালিয়া, জামিরা, ফুলতলা, দামোদর হয়ে শহীদ মিনার চত্বরে সংক্ষিপ্ত পথ সভার মধ্য দিয়ে শেষ হয়। এতে পাঁচ সহস্রাধিক মোটরসাইকেলসহ সাধারণ জনগণ অংশগ্রহণ করেন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, নির্বাচনকে কালো টাকার প্রভাবমুক্ত রাখতে হবে। যারা অতীতে ঘের দখল করেছে, মন্দির ভেঙেছে, জনগণ এবার তাদের প্রত্যাখ্যান করবে। আমরা একটি নতুন, শান্তিপূর্ণ বাংলাদেশ গড়তে চাই। আসুন কোরআনের রাষ্ট্র গড়ি।

তিনি আরও বলেন, সুশাসন ও শান্তির জন্য পরিবর্তন এবং উন্নত ও আধুনিক খুলনা গড়ার লক্ষ্যেই আজকের আয়োজন। সুখ-দুঃখে মানুষের কল্যাণে আমরা সবসময় আছি। জনগণ স্বতঃস্ফূর্তভাবে পরিবর্তনের জন্য দাঁড়িপাল্লা মার্কায় ভোট দেবে।

মিয়া গোলাম পরওয়ার নির্বাচনের তহবিল ও দুর্নীতির বিষয়েও সতর্ক করে বলেন,  যারা ১০০ কোটি টাকা দিয়ে নমিনেশন এনেছে, তাদের উদ্দেশ্য অসৎ। সৎ যোগ্য প্রার্থীদের ভোট দিয়ে নির্বাচিত করার মধ্য দিয়ে আমরা আগামীর দেশকে পরিবর্তন করতে পারি।”শোভাযাত্রা ও পথ সভায় সভাপতিত্ব করেন হরিণটানা থানা আমীর জি এম আব্দুল গফুর। বক্তব্য দেন খুলনা-১ আসনের সংসদ প্রার্থী মাওলানা শেখ মোহাম্মদ আবু ইউসুফ, খুলনা জেলা জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ, বিভিন্ন উপজেলা ও থানা আমীর ও স্থানীয় নেতাকর্মীরা।


আরএস

Tags:
জামায়াত

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!