রাজনীতি

‘রাজনীতিবিদরা পলিসি বানাবেন, সচিবরা বাস্তবায়ন করবেন’—আমীর খসরু

আপডেট: নভে ১৫, ২০২৫ : ০৩:৫৯ পিএম
‘রাজনীতিবিদরা পলিসি বানাবেন, সচিবরা বাস্তবায়ন করবেন’—আমীর খসরু

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ভবিষ্যতে সরকার পরিচালনায় আমলাতান্ত্রিক ক্ষমতা কমিয়ে আনা হবে। তাঁর মতে, নীতিনির্ধারণ করা সচিবদের কাজ নয়; সেই দায়িত্ব রাজনীতিবিদদের। সরকারি কর্মকর্তারা বাস্তবায়ন করবেন, তবে নির্ধারিত সময়সীমার মধ্যে। তিনি বলেন, ‘যারা সময়মতো কাজ করতে পারবেন না, তাদের সে জায়গায় থাকার প্রয়োজন নেই।’

আজ শনিবার বিকেলে ফরিদপুর সদর উপজেলা অডিটোরিয়ামে বিএনপির ফরিদপুর সাংগঠনিক বিভাগের ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভা শেষে ব্যবসায়ীদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন আমীর খসরু। সভার সভাপতিত্ব করেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ফরিদপুর বিভাগ ব্যবসায়ী ফোরামের সমন্বয়কারী শামা ওবায়েদ।

‘যেখানে নিয়ন্ত্রণ বেশি, সেখানে দুর্নীতি বেশি’ ব্যবসাবান্ধব পরিবেশ গড়ে তুলতে সনদ ও অনুমোদনের সংখ্যা কমানোর ওপর জোর দেন আমীর খসরু। তিনি বলেন, ‘যেখানে যত নিয়ন্ত্রণ, সেখানে তত দুর্নীতি। ঘুষ–দুর্নীতি কমাতে সনদের সংখ্যা কমাতে হবে, ব্যবসা সহজ করতে হবে। ব্যাংক ঋণের হার ১৫ শতাংশ হলে ব্যবসা করা সম্ভব নয়।’

তিনি জানান, ব্যবসা ও অর্থনীতিকে ঢেলে সাজাতে হবে। ‘আমরা এমন অর্থনীতি চাই, যেখানে জনগণ থাকবে ক্ষমতায়—সরকার নয়। সরকার মুখ্য হলে দেশ পিছিয়ে পড়ে।’ ‘অর্থনীতিতে গণতন্ত্র ছিল না’ বিগত সরকারের সময়ে পৃষ্ঠপোষকতার অর্থনীতি চালুর অভিযোগ তুলে আমীর খসরু বলেন, তাতে অল্প কয়েকজন উপকৃত হলেও অধিকাংশ ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হয়েছেন। ‘লেভেল প্লেয়িং ফিল্ড ছিল না। কেন ব্যবসা ক্ষতিগ্রস্ত হলো—সেটির গভীরে গিয়ে সমাধান বের করতে হবে।’

স্বাস্থ্য ও শিক্ষাকে উন্নত না করলে সামগ্রিক উন্নয়ন সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি। ‘চলমান গণতন্ত্রের মতো অর্থনীতিকেও বদলাতে হবে। উন্নয়নের সুফল যেন প্রত্যেক নাগরিক পায়, সেদিকে নজর দিতে হবে।’ জনমত–রাজনীতি—পরিবর্তনের প্রভাব মতবিনিময় সভায় প্রশ্নোত্তর পর্ব রাখার বিষয়ে তিনি বলেন, ‘ফ্যাসিস্ট পালিয়ে যাওয়ার পর মানুষের মনোজগতে পরিবর্তন এসেছে। এই পরিবর্তন বোঝা না গেলে রাজনীতির ভবিষ্যৎ নেই। এ জন্যই এই প্রশ্নোত্তর পর্ব—আমরা যেন জনগণের কাছে জবাবদিহি করতে পারি।’

তিনি জানান, বিএনপি রুট লেভেলে নেমে ব্যবসায়ীদের চাওয়া–পাওয়ার কথা শুনতে চায়। ‘আগে ভাবা হতো—জনগণ বা ব্যবসায়ীরা রাজনীতিবিদদের কাছে আসবে। আমরা সে অবস্থা থেকে বের হয়ে আসছি।’ কর্মসংস্থান ও ব্যবসা সহজীকরণ বিএনপি ক্ষমতায় গেলে দেড় বছরের মধ্যে এক কোটি মানুষের কর্মসংস্থান তৈরির প্রতিশ্রুতি দেন আমীর খসরু। তিনি বলেন, বর্তমানে রেস্টুরেন্ট ব্যবসা করতে ১৯টি সনদ লাগে, যা পেতে সময় লাগে এক থেকে দেড় বছর। আমরা এমন ব্যবস্থা আনব—১০ থেকে ১৫ দিনের মধ্যেই পারমিশন পাওয়া যাবে। ব্যবসায়ীদের অংশগ্রহণ

মতবিনিময় সভায় বৃহত্তর ফরিদপুর অঞ্চলের পাঁচ জেলা—ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, শরীয়তপুর ও রাজবাড়ীর শীর্ষ ব্যবসায়ীরা অংশ নেন।অনুষ্ঠানে বক্তব্য দেন বিজিএমইএর সাবেক সভাপতি এস এম ফজলুল হক, করিম গ্রুপের চেয়ারম্যান জাহাঙ্গীর মিয়া, বিএস জুট মিলের মালিক জহিরুল হক শাহজাদা, অর্থনীতিবিদ রাশেদ আল মাহমুদ, ফরিদপুর চেম্বারের সাবেক সভাপতি আওলাদ হোসেন, মাদারীপুর চেম্বারের সভাপতি লোকমান হোসেন, রাজবাড়ী চেম্বারের সভাপতি ইনামুল করিম, শরীয়তপুর চেম্বারের সহসভাপতি আলাউদ্দিন আল আজাদ, মামুন গ্রুপের চেয়ারম্যান শাহিন শাহাবুদ্দিন, ফরিদপুর জুট ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান চৌধুরী ফারিয়ান ইউসুফ ও ফরিদপুর চক বাজার বণিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি একে এম কিবরিয়া।


আরএস

Tags:
বিএনপি

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!