রাজনীতি

সরকার জাপাকে হাত পা বেঁধে সাঁতার প্রতিযোগিতায় নামাতে চাইছে: জিএম কাদের

আপডেট: নভে ১৫, ২০২৫ : ০৪:১০ পিএম
সরকার জাপাকে হাত পা বেঁধে সাঁতার প্রতিযোগিতায় নামাতে চাইছে: জিএম কাদের

জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার পার্টিকে বাধ্য করে নির্বাচন মোকাবিলায় নামাতে চাইছে, যেন দলটির কার্যক্রম সীমিত ও নিয়ন্ত্রণে থাকে।

আজ শনিবার চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি শৌর্য দীপ্ত সূর্য স্বাক্ষরিত এক বিবৃতিতে এই মন্তব্য প্রকাশ করা হয়। শুক্রবার (১৪ নভেম্বর) দিনাজপুরে পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী এবং সিনিয়র নেতারা স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে কর্মী সমাবেশ করতে না পারার ঘটনা থেকেই এই অভিযোগ আসে। জিএম কাদের বলেন, “নিরাপত্তার অজুহাতে স্থানীয় প্রশাসন ও পুলিশ আমাদের নির্দিষ্ট স্থানে বৈঠক করতে বাধা দিচ্ছে। আশঙ্কা করছি, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার একটি একতরফা নীলনকশার নির্বাচনের দিকে দেশকে পরিচালিত করছে। সে নির্বাচনের গ্রহণযোগ্যতা বাড়ানোর জন্য হয়তো জাতীয় পার্টিকে সীমিত ও নিয়ন্ত্রিত অবস্থায় রাখার চেষ্টা করা হচ্ছে।”

তিনি আরও বলেন, অবস্থান অনুযায়ী মনে হয়, সরকার জাতীয় পার্টিকে হাত পা বেঁধে সাঁতার প্রতিযোগিতায় নামাতে চাইছে। জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপু ও ঢাকা মহানগর উত্তরের নেতা এ এন এম সেলিমের বিষয়ে তিনি অভিযোগ করেন, তাদের একটি মামলায় জামিন মিললেও নতুন মামলা করা হচ্ছে অথবা অজ্ঞাতনামা তালিকায় শোন অ্যারেস্ট দেখিয়ে কারাগারে আটকে রাখা হচ্ছে।

চেয়ারম্যান জিএম কাদের বলেন, জাতীয় পার্টি একটি ঐতিহ্যবাহী রাজনৈতিক দল। দেশব্যাপী আমাদের সংগঠন, জনসমর্থন ও দীর্ঘ দিনের দেশ পরিচালনার অভিজ্ঞতা রয়েছে। দেশের কল্যাণে পার্টির অনেক উন্নয়নমূলক ও সংস্কারমূলক কার্যক্রম এখনও জনগণের কাছে স্মরণযোগ্য। আমরা সব সময় জনগণের পাশে ছিলাম, আছি ও ভবিষ্যতেও থাকব। তিনি সরকারের প্রতি আহ্বান জানান, অগণতান্ত্রিক পদ্ধতি ও আইন অমান্য করে পার্টির প্রতি দমন-নিপীড়ন চালানো দেশ ও জাতির জন্য ক্ষতিকর। এসব কর্মকাণ্ড থেকে বিরত থাকাই প্রয়োজন।


আরএস

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!