ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দলীয় প্রতীক ‘শাপলাকলি’র মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন দলটির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম। আজ রোববার রাতে রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী প্রধান কার্যালয় থেকে তিনি পঞ্চগড়-১ আসনের জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
মনোনয়ন ফরম সংগ্রহকে জীবনের “স্মরণীয় মুহূর্ত” উল্লেখ করে সারজিস আলম বলেন, তাঁর জন্মভূমি পঞ্চগড়-১ আসনের প্রতি দায়বদ্ধতা থেকেই তিনি নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি বলেন, “আমার শৈশব-কৈশোরের স্মৃতি, আমার বেড়ে ওঠা—সবকিছুই জড়িয়ে আছে এই পঞ্চগড়ের সঙ্গে। এই জেলার মানুষের অধিকার ও প্রাপ্য নিশ্চিত করা আমার দায়িত্ব।” পঞ্চগড়ের উন্নয়ন নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, “বিগত সময়ে পঞ্চগড়ে অনেক মন্ত্রী ছিলেন, কিন্তু জেলার প্রাপ্য উন্নয়ন হয়নি। স্বাস্থ্যখাত দুর্দশাগ্রস্ত, শিক্ষার মান অবনতি, পাথর উত্তোলনকে কেন্দ্র করে চাঁদাবাজি-দখলবাজি, রাজনৈতিক হস্তক্ষেপ, নিরীহ মানুষের হয়রানির মতো অসংখ্য ঘটনা এখানকার মানুষের জীবনকে কঠিন করে তুলেছে।”
তিনি প্রতিশ্রুতি দেন, নির্বাচিত হলে পঞ্চগড়কে দুর্নীতি, চাঁদাবাজি ও ক্ষমতার অপব্যবহারমুক্ত করতে ভূমিকা রাখবেন। সারজিস বলেন, স্বাস্থ্যখাতে প্রয়োজনীয় উন্নয়ন নিশ্চিত করতে মেডিকেল কলেজ ও নার্সিং কলেজ স্থাপনের উদ্যোগ আগামী পাঁচ বছরের মধ্যে বাস্তবায়ন করবে এনসিপি। শিক্ষা খাতকে রাজনীতির প্রভাবমুক্ত করে মানসম্মত শিক্ষার পরিবেশ সৃষ্টি করাই হবে আমাদের বড় লক্ষ্য।
পঞ্চগড়ের সম্ভাবনার কথা উল্লেখ করে তিনি বলেন, জেলার শিল্পায়ন ও গ্রিন ইন্ডাস্ট্রি গড়ে তোলা হবে এনসিপির অগ্রাধিকার। “বাংলাদেশের অন্যতম নৈসর্গিক পরিবেশ পঞ্চগড়ে। এই প্রকৃতি রক্ষা করেই আমরা শিল্পায়নের পথ খুঁজব,” যোগ করেন তিনি। মনোনয়ন ফরম সংগ্রহের সময় উপস্থিত ছিলেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দিন পাটওয়ারী, জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা ও অন্যান্য কেন্দ্রীয় নেতা।
আরএস
No comments yet. Be the first to comment!