জুলাই–আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে করা মামলার রায় আজ সোমবার (১৭ নভেম্বর) ঘোষণা করা হবে। এ রায় নিয়ে জাতি অপেক্ষায় আছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে মির্জা ফখরুল লেখেন, ‘ঢাকায় কয়েক ঘণ্টার মধ্যেই শেখ হাসিনার বিরুদ্ধে মামলার রায় ঘোষিত হবে। আমি আশা করব আন্তর্জাতিক মানদণ্ডসম্মত একটি ন্যায্য বিচার নিশ্চিত হবে। জাতি অপেক্ষায় আছে।’ রায়কে কেন্দ্র করে সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে নিরাপত্তা জোরদার করা হয়। সকাল ৯টার দিকে মামলার রাজসাক্ষী ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল-মামুনকে ট্রাইব্যুনালে আনা হয়।
দেশের ইতিহাসে প্রথমবারের মতো কোনো সাবেক প্রধানমন্ত্রী মানবতাবিরোধী অপরাধের মামলায় বিচার শেষে সাজার মুখোমুখি হতে যাচ্ছেন। এ রায়কে ঘিরে দেশ–বিদেশের নজর এখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দিকে।
আরএস
No comments yet. Be the first to comment!