রাজনীতি

রায়ে স্পষ্ট, কোনো ক্ষমতাবান নেতা আইনের বাইরে নয়: জামায়াত

আপডেট: নভে ১৭, ২০২৫ : ১০:৩৯ এএম
রায়ে স্পষ্ট, কোনো ক্ষমতাবান নেতা আইনের বাইরে নয়: জামায়াত

চব্বিশের জুলাই–আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধ মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ডের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১। আজ সোমবার বিকেলে এ রায়ের প্রতিক্রিয়ায় সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

দলটি বলেছে, এই রায়ের মাধ্যমে “রাষ্ট্র বা সরকারের কোনো প্রধান বা রাজনৈতিক নেতা আইনের ঊর্ধ্বে নয়”— এমন বার্তা আরও স্পষ্ট হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ক্ষতি পূরণ না হলেও সুবিচারের মাধ্যমে কিছু স্বস্তি এসেছে বলেও মন্তব্য করেছে দলটি।

জামায়াতের প্রতিক্রিয়া: বিকেল সোয়া ৩টার দিকে মগবাজারে দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রতিক্রিয়া ব্যক্ত করেন জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

তিনি বলেন, “বাংলাদেশের রাজনীতি, আইনের শাসন ও বিচারের ইতিহাসে আজ একটি গুরুত্বপূর্ণ দিন। প্রথমবারের মতো কোনো সরকার প্রধানের সর্বোচ্চ শাস্তির রায় হয়েছে। বিচারকেরা যে দীর্ঘ সময় ধরে রায় পাঠ করেছেন, সেখানেই পরিষ্কারভাবে উঠে এসেছে কী ধরনের অপরাধ সংঘটিত হয়েছে।”

মিয়া গোলাম পরওয়ার আরও দাবি করেন, এই বিচার প্রক্রিয়া স্বচ্ছ, নিরপেক্ষ এবং আন্তর্জাতিক মানসম্মতভাবে সম্পন্ন হয়েছে। তিনি বলেন, “এই রায়ের বিরুদ্ধে প্রশ্ন তোলার সুযোগ নেই। বিচার আন্তর্জাতিক মান বজায় রেখে হয়েছে।” এ সময় তিনি অতীতে জামায়াতে ইসলামী নেতাদের বিরুদ্ধে হওয়া মানবতাবিরোধী অপরাধের বিচারকে প্রশ্নবিদ্ধ বলে মন্তব্য করেন। তাঁর দাবি, তখন অভিযোগ থেকে শুরু করে সাক্ষী পর্যন্ত বিভিন্ন বিষয় বিতর্কিত ছিল।

ভবিষ্যতের বিচার প্রসঙ্গে মন্তব্য জামায়াতের এই নেতা বলেন, “গত সময়ে যেসব হত্যার ঘটনা ঘটেছে—আয়না ঘর, ক্রসফায়ার, পিলখানা, শাপলা চত্বর—এসব সম্পর্কিত বিচার প্রক্রিয়াও সামনে রয়েছে। নিরপেক্ষ বিচার নিশ্চিত করার প্রয়োজন রয়েছে।” তিনি আরও বলেন, ভবিষ্যতে বিচার বিভাগে যারা দায়িত্ব পালন করবেন, তাঁদের এই রায় থেকে শিক্ষা নেওয়া উচিত। “কেউ যেন ফ্যাসিবাদী বা কর্তৃত্ববাদী হয়ে না ওঠেন”— তিনি এমন প্রত্যাশা ব্যক্ত করেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত অন্যরা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম, ড. এইচ এম হামিদুর রহমান আজাদ, মাওলানা আবদুল হালিম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসাইন এবং ঢাকা মহানগর উত্তরের আমির ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সেলিম উদ্দিন।

আরএস

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!