রাজনীতি

বাংলাদেশের বিচারিক ইতিহাসে রায়টি মাইলফলক হয়ে থাকবে: নাহিদ ইসলাম

আপডেট: নভে ১৭, ২০২৫ : ০৫:৪৯ পিএম
বাংলাদেশের বিচারিক ইতিহাসে রায়টি মাইলফলক হয়ে থাকবে: নাহিদ ইসলাম

বিচারিক ইতিহাসে সাম্প্রতিক রায়টি মাইলফলক হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম। তিনি বলেন, গত ১৬ বছরের বিভিন্ন অভিযোগিত মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলোর বিচার পাওয়া গেছে—এই রায় সেই প্রত্যাশার প্রতিফলন।

সোমবার বিকেলে রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, আদালতের এই রায় দেশের গণতান্ত্রিক কাঠামো ও মানবাধিকার প্রতিষ্ঠার সংগ্রামে একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। জুলাইয়ের গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচার করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ঐতিহাসিক ভূমিকা রেখেছে বলে মন্তব্য করেন তিনি।

তিনি দাবি করেন, রায়টি বিগত সময়ে গুম, খুন ও বিভিন্ন ধরনের দমন–পীড়নের বিরুদ্ধে ন্যায়বিচারের নতুন দিগন্ত খুলে দিয়েছে। “ফ্যাসিস্ট শাসনের বিরুদ্ধে জনগণের যে ন্যায়বিচারের দাবি ছিল, এই রায় সেই দাবি পূরণ করেছে,” বলেন তিনি।

সংবাদ সম্মেলনে ব্যক্তিগত অনুভূতি প্রকাশ করে নাহিদ ইসলাম বলেন, “১৬ জুলাই আমার ভাই আবু সাঈদ নিহত হওয়ার পর আমরা প্রতিজ্ঞা করেছিলাম—এই হত্যার বিচার আদায় করব। আজকের রায় সেই প্রতিজ্ঞার পথকে আরও সুস্পষ্ট করল।”


আরএস

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!