রাজনীতি

এই রায়ে ন্যায়বিচার প্রতিষ্ঠা হয়েছে: বিএনপি

আপডেট: নভে ১৭, ২০২৫ : ০৫:৫৬ পিএম
এই রায়ে ন্যায়বিচার প্রতিষ্ঠা হয়েছে: বিএনপি
সংগৃহীত ছবি

জুলাইয়ের গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১। সোমবার বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল এ রায় দেয়।

একই অভিযোগে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। অন্য আসামি এবং পরে রাজসাক্ষী হওয়া পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এদিকে ট্রাইব্যুনালের রায়কে ন্যায়বিচারের প্রতিষ্ঠা হিসেবে দেখেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সোমবার রাতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে স্থায়ী কমিটির সভা শেষে সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়া জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুল বলেন, দীর্ঘ ১৬ বছরের ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক আন্দোলনের ধারাবাহিকতায় ২০২৪ সালের ছাত্র–গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশ ফ্যাসিবাদমুক্ত হয়েছে। এই সময় বিরোধী রাজনৈতিক দলের নেতা–কর্মীসহ বিভিন্ন স্তরের বহু মানুষ গুম, খুন, নির্যাতন ও বিচার বহির্ভূত হত্যার শিকার হয়েছে বলে দাবি করেন তিনি।

তিনি বলেন, ছাত্র–গণঅভ্যুত্থানে প্রাণদানকারী ছাত্র, শ্রমিক, নারী-শিশুসহ সহস্রাধিক নাগরিকের আত্মত্যাগের পর ইতিহাসের এক কঠোরতম অধ্যায়ের অবসান ঘটেছে। “পতিত স্বৈরাচার ও তার দোসরদের মানবতাবিরোধী অপরাধের বিচার হবে—এ দাবিই ছিল জনগণের প্রত্যাশা। আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে আজকের রায় সেই প্রত্যাশা পূরণ করেছে,” বলেন তিনি।

বিএনপির মহাসচিব আরও বলেন, আইনের বিধান অনুযায়ী ফ্যাসিস্ট শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর সর্বোচ্চ সাজা দেওয়া হয়েছে। আর বিচারিক প্রক্রিয়ায় সহযোগিতার কারণে সাবেক আইজিপির সাজা কমিয়ে পাঁচ বছর করা হয়েছে।

মির্জা ফখরুল জানান, আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় বিএনপি অঙ্গীকারবদ্ধ। অন্যান্য মামলায় অভিযুক্তদেরও ন্যায়সঙ্গত বিচার পাওয়ার দাবি জানান তিনি। তাঁর ভাষায়, “আমরা বিশ্বাস করি, দীর্ঘদিন ধরে গুম, খুন ও রাষ্ট্রীয় সন্ত্রাসের শিকার মানুষের পরিবার অন্তত ন্যায়ের স্বস্তি অনুভব করবে।”


আরএস

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!