চব্বিশের জুলাই–আগস্টে সংঘটিত গণহত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের রায়কে “ন্যায়বিচার প্রতিষ্ঠার মাইলফলক” হিসেবে উল্লেখ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
আজ সোমবার (১৭ নভেম্বর) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) সাদা দল আয়োজিত ‘বাংলাদেশের ভবিষ্যৎ শিক্ষার রূপান্তর: একটি কৌশলগত রোডম্যাপ’ শীর্ষক সেমিনার শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি এ মন্তব্য করেন। সালাহউদ্দিন আহমদ বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এই রায় ফ্যাসিবাদ ও স্বৈরাচারের বিরুদ্ধে কঠোর বার্তা দিয়েছে। “অপরাধের বিচারে শাস্তি হয়তো আরও কঠোর হওয়া প্রয়োজন ছিল। তবু এই রায় ভবিষ্যতে কোনো সরকার বা ব্যক্তি যেন ফ্যাসিস্ট ও একনায়কতান্ত্রিক শাসন instaur করতে না পারে—তার জন্য একটি দৃষ্টান্ত হয়ে থাকবে।”
তিনি আরও বলেন, “এই রায়ে প্রমাণিত হলো, ক্ষমতা যতই শক্তিশালী হোক, ফ্যাসিবাদ যতদিনই টিকে থাকুক, একদিন তাদের আদালতের কাঠগড়ায় দাঁড়াতেই হয়।”
বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য জানান, এখনো একাধিক মামলা বিচারাধীন রয়েছে। সেগুলোতেও ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে বলে তিনি আশাবাদী। তাঁর ভাষায়, “বাংলাদেশে গুম, খুন, অপশাসন ও বৈষম্যের যে রাষ্ট্রব্যবস্থা কায়েম হয়েছিল, তার তুলনায় এই শাস্তি হয়তো যথেষ্ট নয়। তবে ভবিষ্যতের জন্য এটি একটি শিক্ষা—যাতে আর কেউ ফ্যাসিবাদী রাষ্ট্র কায়েম করার দুঃসাহস না দেখায়।”
আরএস
No comments yet. Be the first to comment!