বাংলাদেশের প্রতিবন্ধী বিদ্যালয়গুলোর স্বীকৃতি ও এমপিওভুক্তির লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী সর্বোচ্চ চেষ্টা করবে বলে জানিয়েছেন দলের নায়েবে আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান।
আজ মঙ্গলবার মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে ‘বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদ’র কেন্দ্রীয় কমিটির এক বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি জানান, দেশব্যাপী অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়গুলোর স্বীকৃতি ও এমপিওভুক্তির দাবিতে একটি সর্বদলীয় কমিটি গঠন করা হবে। আগামীকাল বুধবার দুপুরে কমিটি সমাজকল্যাণ উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবে। বৈঠকে অধ্যাপক মুজিবুর রহমান আশা প্রকাশ করেন, সমাজকল্যাণ উপদেষ্টা প্রতিবন্ধী বিদ্যালয়গুলোকে স্বীকৃতি ও এমপিওভুক্তির বিষয়ে কার্যকর উদ্যোগ নেবেন।
বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদের সভাপতি ইলিয়াস রাজের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে আরও উপস্থিত ছিলেন—উপদেষ্টা এ এইচ এম সালেহ বেলাল, সহসভাপতি হুমায়ুন কবির, সিনিয়র সহসভাপতি এম এ সালাম ও মো. সুরুজ্জামান, সহসাধারণ সম্পাদক মীর হাসানুল রাজীব, কামরুল ইসলাম ও জহিরুল ইসলাম, সদস্য বুরহান উদ্দিন, রাসেল আহমেদ, ফরিদুল ইসলাম, আনোয়ার হোসেন, শফিকুল ইসলাম ও মো. মেহেদী হাসান প্রমুখ।
আরএস
No comments yet. Be the first to comment!