বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রয়াত ব্যারিস্টার মওদুদ আহমেদ জীবদ্দশায় আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের পতন দেখতে চেয়েছিলেন। তিনি দাবি করেন, মওদুদ আহমেদ গণতন্ত্র পুনরুদ্ধারের প্রশ্নে ছিলেন আপসহীন।
আজ মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর গুলশানের একটি হোটেলে ব্যারিস্টার মওদুদ আহমেদের লেখা ডিমাইজ অব ডেমোক্রেসি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। ‘বীরত্ব ও মেধার রাজনীতিক’—মির্জা ফখরুল মির্জা ফখরুল বলেন, “আমি বিরল মেধা ও প্রতিভার অধিকারী ব্যারিস্টার মওদুদ আহমেদের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি—এটা আমার জন্য সৌভাগ্যের।” বইটি পুরোটা পড়ার সুযোগ না হলেও তাঁর রাজনৈতিক ও আইনজীবী পরিচয়ে কিছুটা পরিচিত বলেও জানান তিনি।
তিনি বলেন, ইতিহাসবিদ হিসেবে মওদুদ আহমেদকে সমালোচনা করার খুব বেশি সুযোগ নেই। স্বাধীনতার পরবর্তী সময়ে আইনজীবী হিসেবে রক্ষীবাহিনীর হাতে গ্রেপ্তার ও নির্যাতনের শিকার ব্যক্তিদের আইনি সহায়তা দেওয়ার উদাহরণ টেনে তিনি বলেন, “মওদুদ আহমেদ সত্যিকারের গণতান্ত্রিক সত্তা ছিলেন।” বিএনপির মহাসচিব আরও বলেন, “বর্তমান অস্থির সময়ে মওদুদ আহমেদের মতো নেতার প্রয়োজন ছিল। দুঃখের বিষয়, তিনি তাঁর আকাঙ্ক্ষিত রাজনৈতিক পরিবর্তন দেখে যেতে পারেননি।”
সহধর্মিণীর স্মৃতিচারণ অনুষ্ঠানের শুরুতে বক্তব্য দেন ব্যারিস্টার মওদুদ আহমেদের সহধর্মিণী হাসনা ওয়াদূদ। তিনি বলেন, “গণতন্ত্র পুনরুদ্ধারে তিনি বহু ত্যাগ স্বীকার করেছেন। তিনি প্রতিহিংসার রাজনীতি করেননি; দেশপ্রেমই ছিল তাঁর কাজের প্রেরণা।”
আরএস
No comments yet. Be the first to comment!