রাজনীতি

বিএনপি নেতা-কর্মীদের নির্দেশনা: তারেক রহমানের জন্মদিনে কোনো অনুষ্ঠান হবে না

আপডেট: নভে ১৮, ২০২৫ : ০৬:০৮ পিএম
বিএনপি নেতা-কর্মীদের নির্দেশনা: তারেক রহমানের জন্মদিনে কোনো অনুষ্ঠান হবে না

বিএনপি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন (২০ নভেম্বর) উপলক্ষে কোনো ধরনের অনুষ্ঠান বা উৎসব পালন করা যাবে না। এ সংক্রান্ত নির্দেশনা দেশের সকল জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতা-কর্মীদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার রাতে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জন্মদিন উপলক্ষে কেক কাটা, পোষ্টার বা ব্যানার লাগানো, আলোচনা সভা বা অন্য কোনো আড়ম্বরপূর্ণ আয়োজন করা যাবে না। সব ইউনিটকে দলের এই সিদ্ধান্ত মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
তারেক রহমান ১৯৬৫ সালের ২০ নভেম্বর জন্মগ্রহণ করেন। তিনি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জ্যেষ্ঠ সন্তান।

২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়া কারাগারে যাওয়ার পর থেকে তিনি যুক্তরাজ্য থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। ভার্চুয়ালি তিনি দলের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন ও নেতা-কর্মীদের দিকনির্দেশনা দিয়ে আসছেন।

 

আরএস

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!