রাজনীতি

দালাল প্রশাসন ও চাঁদাবাজির স্থান পটুয়াখালীতে থাকবে না: নুর

আপডেট: নভে ১৮, ২০২৫ : ০৬:২৮ পিএম
দালাল প্রশাসন ও চাঁদাবাজির স্থান পটুয়াখালীতে থাকবে না: নুর

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, “যে ডিসি একটি রাজনৈতিক দলের নেতার পক্ষে দালালি করছে, সেই ডিসি পটুয়াখালীতে থাকতে পারবে না। শেষ পর্যন্ত সে থাকতে পারেনি। পুলিশ বা রাজনৈতিক হস্তক্ষেপে সাধারণ মানুষকে হয়রানি করা হলে, চরের মানুষকে জমির অধিকার থেকে বঞ্চিত করলে প্রশাসনের জায়গা দশমিনা-গলাচিপায় হবে না।”

আজ (১৮ নভেম্বর) বিকাল ৩টায় দশমিনা হাই স্কুল মাঠে আয়োজিত জনসভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন। নুর আরও বলেন, আমাদের চাঁদাবাজি বা ধান্দাবাজির কোনো ইচ্ছে নেই। আজ যারা চর দখল করে, মানুষকে জিম্মি করে টাকা নিচ্ছে, তরমুজের মৌসুমে ট্রলি-ঘাট-ট্রলার থেকে চাঁদা আদায় করছে, জেলেদের মাছ ধরতে দেওয়ায় চাঁদা নিচ্ছে—আমরা মানুষকে এসব অন্যায় থেকে মুক্তি দিতে চাই।

তিনি উল্লেখ করেন, ঢাকা শহরে পরিচিতি থাকা সত্ত্বেও এলাকার মানুষের প্রতি ভালোবাসা ও দায়বদ্ধতার কারণে এখান থেকে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছেন। নুর বলেন, আমি আপনাদের প্রতিনিধি। পুলিশ-প্রশাসন ও সরকার- কাউকে তোয়াক্কা করি না। সত্যকে সত্য বলেছি, মানুষের পক্ষে লড়াই করেছি। ইনশাল্লাহ, আপনারা পাশে থাকলে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারব।

তিনি আরও অভিযোগ করেন, “অনেকে আমাকে নিয়ে কটু কথা বলছে; অথচ ঢাকায় এসে আমার সঙ্গে দেখা করছে। এখানকার মানুষকে হুমকি দিচ্ছে, সার্কিট হাউজে গিয়ে বলে—‘ভাই, বুঝেনই তো, আছি একজনের সঙ্গে’। এসব হুমকি-ধমকি দিয়ে লাভ হবে না। সৎসাহস নিয়ে এগোলে বিজয় আমাদেরই হবে।” এসময় জনসভায় উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক শাহ আলম, জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি মোহসিন হোসেন, সাধারণ সম্পাদক রুবেল মাহমুদসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

 

আরএস

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!