জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়কে “জনগণের ইচ্ছার প্রতিফলন” হিসেবে বর্ণনা করেছেন বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা।
একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের টক শোতে অংশ নিয়ে তিনি বলেন, “কোনো বিচারের আগে যদি শর্ত থাকে, তাহলে সেই বিচার নিয়ে প্রশ্ন উঠবে। নির্দিষ্ট সময় বেঁধে দিয়ে বা শর্ত জুড়ে দিয়ে বিচারকে আটকে ফেলার চেষ্টা ভালো পরিণতি আনে না।” রুমিন ফারহানা দাবি করেন, শেখ হাসিনার রায়কে ঘিরে দেশ–বিদেশের বিভিন্ন পর্যবেক্ষণ, মানবাধিকার সংগঠনগুলোর মন্তব্য এবং সাংবাদিক ডেভিড বার্গম্যানের বিশ্লেষণ—সবই ইঙ্গিত করে যে প্রসিকিউশনের হাতে শক্ত প্রমাণ ছিল।
তিনি বলেন, নির্বাচন ঘিরে বিচারের দৃশ্যমানতাই একমাত্র শর্ত নয়। আমরা দেখলাম বিচারের পাশাপাশি পিআর পদ্ধতিতে নির্বাচন, গণভোট, এমনকি নানা ধরনের অতিরিক্ত শর্ত জুড়ে দেওয়া হয়েছে। বিএনপির এই নেত্রী আরও বলেন, কেবল আওয়ামী লীগ নয়, জাতীয় পার্টিসহ ১৪ দলকে নিষিদ্ধ করার মতো দাবি এসেছে। তাঁর মতে, এসব দাবির মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধ না করা হলে জামায়াতসহ কিছু রাজনৈতিক দল নির্বাচনে অংশ নেবে কি না, তা নিয়ে প্রশ্ন থেকেই যায়।
রুমিন ফারহানা মন্তব্য করেন, নির্বাচন বাধাগ্রস্ত হলে সবচেয়ে বেশি লাভবান হবে আওয়ামী লীগ।
আরএস
No comments yet. Be the first to comment!