রাজনীতি

১৪ দলকে সংলাপে চায় না গণঅধিকার পরিষদ

আপডেট: নভে ১২, ২০২৫ : ০১:৪৮ পিএম
১৪ দলকে সংলাপে চায় না গণঅধিকার পরিষদ

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টিসহ আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলকে নির্বাচন কমিশনের সংলাপে না ডাকার এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবেও অংশগ্রহণের সুযোগ না দেওয়ার দাবি জানিয়েছে গণঅধিকার পরিষদ (জিওপি)।

আজ বুধবার (১২ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে দেখা করেন জিওপির সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁনের নেতৃত্বাধীন প্রতিনিধি দল। দেখা শেষে সাংবাদিকদের তিনি বলেন, “নিবন্ধনের দোহাই দিয়ে জাতীয় পার্টি ও ১৪ দলকে সংলাপে ডাকা উচিত হবে না। জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে। তাদের আলোচনায় থাকার অধিকার নেই।”

জিওপি ইসিতে জমা দেওয়া লিখিত আবেদনে উল্লেখ করেছে, ২০২৪ সালের ৫ আগস্ট স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের পতনের পরও ফ্যাসিবাদের কার্যক্রম থামেনি। দলটি আশঙ্কা করছে, বর্তমান নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে গেলে আওয়ামী লীগের নেতারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করলে তারা অরাজকতা সৃষ্টি করতে পারে।

আবেদনে আরও বলা হয়েছে, আওয়ামী লীগ ও তাদের সমর্থকরা নির্বাচনে জোরপূর্বক প্রভাব বিস্তার এবং অর্থ ও পেশী-শক্তি ব্যবহার করে নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত হতে পারে। তাই স্বতন্ত্র প্রার্থী হিসেবেও তাদের অংশগ্রহণের সুযোগ বন্ধ করতে নির্বাচন কমিশনের যথাযথ পদক্ষেপ কামনা করা হয়েছে।

সাথে, জাতীয় পার্টি ও ১৪ দলসহ যারা ২০২৪ সালের ডামি নির্বাচনে অংশ নিয়ে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি সৃষ্টি করেছে, তাদেরও সংলাপে না ডাকার জন্য কমিশনের প্রতি আহ্বান জানানো হয়েছে। জিওপি মনে করছে, অন্যথায় নির্বাচন কমিশনের সঙ্গে এই দলগুলোর সংলাপ হলে তা হবে “ছাত্র-জনতার রক্তের সঙ্গে প্রতারণা” এবং দেশজুড়ে জনবিক্ষোভের আশঙ্কা তৈরি হতে পারে।

 

আরএস

Tags:
রাজনীতি

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!