জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা বলেছেন, দেশের স্বাস্থ্যখাতে একদম আমূল পরিবর্তন আনা অত্যাবশ্যক। এটি কেবল স্বাস্থ্যকর্মীদের জন্য নয়, বরং স্বাস্থ্যসেবা গ্রহণকারী সাধারণ মানুষের জন্যও জরুরি। কারণ, বর্তমান স্বাস্থ্য ব্যবস্থা কার্যকরভাবে কাজ করছে না।
আজ বুধবার (১২ নভেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির মিলনায়তনে স্বাস্থ্য, পেশাজীবী ও শিক্ষার্থীদের যৌথ মঞ্চ ‘ন্যাশনাল হেলথ অ্যালায়েন্স’-এর আত্মপ্রকাশ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আপনারা আজকে ঢাকা মেডিকেল কলেজে গেলে দেখবেন, কীভাবে মানুষ মেঝেতে শুয়ে চিকিৎসা নিচ্ছে। যেখানে একজনের শোয়ারও জায়গা নেই, সেখানে দুই-তিনজন রোগীকে শুতে হচ্ছে। সুস্থ অবস্থায় আমরা তো মেঝেতে শুই না, কিন্তু অসুস্থ অবস্থায় এই অবস্থা অগ্রহণযোগ্য।
তাসনিম জারা আরও বলেন, বর্তমান স্বাস্থ্য ব্যবস্থার পরিস্থিতি অনেকটাই প্রভাবিত হয়েছে রাজনৈতিক কারণে। যে দুর্নীতি ও অনিয়মের মধ্য দিয়ে স্বাস্থ্যব্যবস্থা পরিচালিত হয়েছে, তার ফলাফল আমরা দেখছি। আমাদের আর পূর্বাবস্থায় ফিরে যাওয়া যাবে না। সবকিছুই নতুনভাবে গড়ে তোলা জরুরি। তিনি জানান, এনসিপি এবং জাতীয় নাগরিক কমিটি অনেক স্টেকহোল্ডারের সঙ্গে কথা বলে স্বাস্থ্যক্ষেত্রে গুরুত্বপূর্ণ সমস্যাগুলো শনাক্ত করেছে। বিশেষ করে সবাইকে স্বাস্থ্যসেবা নিশ্চিত করার ওপর জোর দেওয়া হবে।
এছাড়াও তাসনিম জারা বলেন, আমাদের দেশে কার্যকর জরুরি চিকিৎসা ব্যবস্থা এখনও গড়ে ওঠেনি। হার্ট অ্যাটাক বা অন্যান্য জরুরি অবস্থায় সঠিক সময়ে চিকিৎসা না পাওয়া মানুষের প্রাণহানির ঝুঁকি বাড়ায়। আমরা প্রস্তাব দিয়েছি, রোগীকে অ্যাম্বুলেন্সে নেওয়ার সময় থেকে চিকিৎসা শুরু করতে হবে। স্বাস্থ্য সংস্থা কমিশন আমাদের প্রস্তাবটি গ্রহণ করেছে, যা প্রশংসনীয়।
আরএস
No comments yet. Be the first to comment!