বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, আওয়ামী লীগের ঘোষিত লকডাউনে বাস্তবিক কোনো মানুষ নেই। তার অভিযোগ, তারা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে কিছু ছবি বানিয়ে লকডাউন পালন করছে। তিনি জানান, কয়েকজন নেশাগ্রস্ত ও উচ্ছৃঙ্খল তরুণকে টাকার বিনিময়ে ভোররাতে প্রধান সড়কে নিয়ে গিয়ে ঝটিকা মিছিল এবং বাসে আগুন দিয়ে ছবি তুলে ফেসবুকে ছড়িয়ে দিচ্ছে তারা।
তিনি এসব কথা বলেন আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে লক্ষ্মীপুরের জনতা ডিগ্রি কলেজে নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে। অনুষ্ঠানটি সদর উপজেলার চরশাহী ইউনিয়নের কলেজ মাঠে অনুষ্ঠিত হয়।
এ্যানি বলেন, “১৯৪৭ সালের আওয়ামী লীগ ও তাদের নেত্রী শেখ হাসিনাকে কেন পালাতে হলো? তিনি তো নিজ ভোটে প্রধানমন্ত্রী হয়েছেন, কিন্তু এখন হয়ে গেছেন ‘রাতের অন্ধকারের প্রধানমন্ত্রী’। তিনি রাজনীতি করেছেন না, অন্যদের রাজনীতি করতে দেননি। এই কারণেই বিএনপির নেতৃত্বে সব রাজনৈতিক দল একত্রিত হয়েছে আওয়ামী লীগ ও শেখ হাসিনার বিরুদ্ধে।”
তিনি আরও অভিযোগ করেন, শেখ হাসিনা আগে বলেছিলেন—যারা বাসে আগুন দেবে, তাদের আগুনে পুড়িয়ে দেওয়া হবে। কিন্তু এখন নিজেই নিরাপদে বিদেশে আত্মীয়স্বজন পাঠিয়ে পালিয়ে গেছেন। এ্যানি বলেন, এই প্রজন্ম পালায়নি, বরং তারা আগামী দিনে দেশের নেতৃত্ব দেবে।
তিনি উল্লেখ করেন, হাসিনার শাসনামলে অনেক নেতাকর্মীর ওপর হামলা হয়েছে, মামলা দেওয়া হয়েছে, অনেক পরিবার গুম ও খুনের শিকার হয়েছে। স্বাধীনতার পর থেকেই আওয়ামী লীগ দুর্নীতি, দুঃশাসন ও সন্ত্রাসের মাধ্যমে দেশ চালিয়েছে। নবীনবরণ অনুষ্ঠানে কলেজের প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক সভাপতি শিব্বির মাহমুদ, ভারপ্রাপ্ত অধ্যক্ষ বেল্লাল হোসেন, জেলা বিএনপির সদস্য আনোয়ার হোসেন বাচ্চু এবং জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিমসহ অন্যান্য বিশিষ্টজন উপস্থিত ছিলেন।
আরএস
No comments yet. Be the first to comment!