রাজনীতি

ইসলামী ছাত্রশিবিরের দুইদিনের বিক্ষোভ কর্মসূচি

আপডেট: নভে ১১, ২০২৫ : ০৩:১৫ পিএম
ইসলামী ছাত্রশিবিরের দুইদিনের বিক্ষোভ কর্মসূচি
ইসলামী ছাত্রশিবিরের দুইদিনের বিক্ষোভ কর্মসূচি

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির আগামী দুইদিন ধরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করার ঘোষণা দিয়েছে। কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম আজ (মঙ্গলবার) সাংবাদিকদের পাঠানো এক বিবৃতিতে বলেন, আগামীকাল (বুধবার) দেশের বিভাগীয় শহরগুলোতে এবং পরশু (বৃহস্পতিবার) রাজধানী ঢাকায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, “জুলাই অভ্যুত্থানের অন্যতম উদ্দেশ্য ছিল সকল গণহত্যার বিচার নিশ্চিত করা, রাষ্ট্রের মৌলিক সংস্কার বাস্তবায়ন, ক্ষমতার অপব্যবহার রোধ, স্বাধীন ও শক্তিশালী সাংবিধানিক কাঠামো গঠন, নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিতকরণ এবং বৈষম্যহীন ও সম্প্রীতির নতুন বাংলাদেশ গঠন। সেই অভিযাত্রায় জুলাই সনদ একটি অপরিহার্য উপাদান। কিন্তু সরকারের দীর্ঘসূত্রিতা ও সময়ক্ষেপণের কারণে জুলাই সনদ এখনো আইনি স্বীকৃতি পানি। আমরা বোধগম্য নই, কার ইশারা ও কোন এজেন্ডার বাস্তবায়নে সরকার এ ধরণের নীতি গ্রহণ করছে।”

তিনি আরও বলেন, “গণহত্যার বিচারে ধীরগতি এবং আইনশৃঙ্খলা বাহিনীর উদাসীনতার সুযোগে, নিষিদ্ধ আওয়ামী লীগ আবারও দেশে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা করছে। রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে তারা ইতোমধ্যেই নাশকতা শুরু করেছে।”

ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম দ্রুত সময়ের মধ্যে জুলাই সনদকে আইনি ভিত্তি প্রদান এবং গণহত্যাকারী আওয়ামী লীগ নেতাদের বিচারের দাবি জানান।

Tags:
#ইসলামী_ছাত্রশিবির #বিক্ষোভ #মিছিল #সমাবেশ #জুলাই_সনদ #গণহত্যা_বিচার #নিষিদ্ধ_আওয়ামীলীগ ঢাকা বিভাগীয় শহর জাহিদুল ইসলাম রাজনৈতিক প্রতিবাদ

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!