প্রযুক্তি

নতুন ফিচার আনছে ইউটিউব

আপডেট: নভে ২৭, ২০২৫ : ০৫:১২ এএম ১২
নতুন ফিচার আনছে ইউটিউব

ইউটিউব এবার ব্যবহারকারীদের দেখার অভ্যাস অনুযায়ী আরও নির্ভুলভাবে ভিডিও সাজেশনের ব্যবস্থা করতে যাচ্ছে। ব্যবহারকারী যে টপিক নির্বাচন করে দেবেন, ইউটিউব তার ফিডে সেই ধরনের কনটেন্টকেই অগ্রাধিকার দেবে। ফলে অপ্রাসঙ্গিক ভিডিও স্ক্রল করতে গিয়ে সময় নষ্ট হওয়ার ঝামেলা অনেকটাই কমবে।

দীর্ঘদিন ধরে ইউটিউবের হোমফিডে অ্যালগোরিদম-নির্ভর এলোমেলো ভিডিও এসে ব্যবহারকারীদের বিরক্ত করছিল। ব্যবহারকারীদের এই অভিযোগ দূর করতেই পরীক্ষামূলকভাবে চালু হয়েছে নতুন একটি ফিচার—‘ইয়োর কাস্টম ফিড’।

কিভাবে কাজ করবে ফিচারটি?
নির্বাচিত কিছু ব্যবহারকারী হোমপেজে ‘Home’ ট্যাবের পাশেই পাবেন ‘Your Custom Feed’ অপশন। সেখানে গিয়ে ব্যবহারকারীরা লিখে দিতে পারবেন তারা কোন ধরনের ভিডিও দেখতে চান। উদাহরণ হিসেবে—রান্না, প্রযুক্তি, ভ্রমণ বা কোনো নির্দিষ্ট বিষয়ের ভিডিওর জন্য প্রম্পট যোগ করলেই ফিড সে অনুযায়ী সাজানো হবে।

এর ফলে বারবার ‘Not interested’ বা ‘Don’t recommend channel’ ক্লিক করার প্রয়োজনও কমে যাবে বলে আশা করা হচ্ছে।

প্রতিদ্বন্দ্বীরাও আসছে একই পথে
ইউটিউবের পাশাপাশি মেটার থ্রেডসও অ্যালগোরিদম কাস্টমাইজেশনের ফিচার পরীক্ষা করছে। অন্যদিকে এক্স (টুইটার) তাদের এআই চ্যাটবট ‘গ্রোক’ ব্যবহার করে ফিড কাস্টমাইজ করার সুবিধা যুক্ত করতে পারে।

বিশ্লেষকদের ধারনা, ইউটিউবের নতুন ফিচারটি সফল হলে ব্যবহারকারীদের কনটেন্ট অভিজ্ঞতায় আসবে বড় পরিবর্তন।

আরএস

Tags:
ইউটিউব

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!