দেশের বাজারে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডধারী স্মার্টফোন অনার এক্স৯ডি উন্মোচন করেছে বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড অনার বাংলাদেশ। রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে স্মার্টফোনটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ব্যাটসম্যান সাইফ হাসানকে অনার বাংলাদেশের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা দেওয়া হয়। অনার কর্তৃপক্ষ জানায়, তরুণ স্মার্টফোন ব্যবহারকারীদের কাছে ব্র্যান্ডটির গ্রহণযোগ্যতা ও আস্থা বাড়াতে সাইফ হাসানের সঙ্গে কাজ করবে প্রতিষ্ঠানটি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনার বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার ল্যাং গুও, বিজনেস হেড আবদুল্লাহ আল মামুন, ডেপুটি কান্ট্রি ম্যানেজার মুজাহিদুল ইসলামসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ ছাড়া অনারের ডিলার পার্টনার এবং বিভিন্ন টেক ও লাইফস্টাইল ইনফ্লুয়েন্সাররাও অনুষ্ঠানে অংশ নেন।
টেকসই গঠন ও শক্তিশালী ব্যাটারি পারফরম্যান্সের জন্য ইতিমধ্যে আলোচনায় এসেছে অনার এক্স৯ডি। ‘হাইয়েস্ট স্মার্টফোন ড্রপ’ ক্যাটাগরিতে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড অর্জন করেছে ফোনটি। পরীক্ষার সময় ৬ দশমিক ১৩৩ মিটার উচ্চতা থেকে ফেলে দেওয়া হলেও ফোনটি অক্ষত ছিল বলে জানায় প্রতিষ্ঠানটি। এতে ফোনটির স্থায়িত্ব ও টেকসই নকশার প্রমাণ মিলেছে বলে দাবি অনারের।
অনুষ্ঠানে বক্তব্যে অনার বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার ল্যাং গুও বলেন, সাম্প্রতিক বছরগুলোতে বিশ্বজুড়ে এবং বাংলাদেশে অনার ধারাবাহিকভাবে সাফল্য অর্জন করছে। গত বছর বাংলাদেশে অনারের প্রবৃদ্ধি ছিল ২০০ শতাংশ। তাঁর ভাষায়, “এক্স সিরিজের সবচেয়ে শক্তিশালী ফোন অনার এক্স৯ডি উন্মোচনের মাধ্যমে বছরের শুরুটা আমাদের জন্য খুবই ইতিবাচক হয়েছে।”
১২ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজের এই স্মার্টফোনটির দাম নির্ধারণ করা হয়েছে ৪৬ হাজার ৯৯৯ টাকা। আগামী ৪ জানুয়ারি থেকে ১১ জানুয়ারি পর্যন্ত ফোনটি অগ্রিম বুকিং দেওয়া যাবে। এতে ক্রেতারা অনারের এক্স সিরিজের সর্বশেষ স্মার্টফোনটি সবার আগে ব্যবহারের সুযোগ পাবেন।
আরএস
No comments yet. Be the first to comment!