প্রযুক্তি

‘ট্রাম্প মোবাইল’ আসলেই বাজারে আসবে কি?

আপডেট: জানু ১০, ২০২৬ : ০৬:০৯ এএম
‘ট্রাম্প মোবাইল’ আসলেই বাজারে আসবে কি?

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামে বাজারে আনার ঘোষণা দেওয়া সোনালি রঙের স্মার্টফোন ‘ট্রাম্প মোবাইল টি১ (T1 Phone)’ এখনও নির্ধারিত সময়ে বাজারে পৌঁছায়নি। একের পর এক ঘোষিত সময়সীমা পেরিয়ে গেলেও ফোনটির কোনো অস্তিত্ব দেখা যায়নি, ফলে এটি নিয়ে সংশয় তৈরি হয়েছে।

২০২৫ সালের জুনে প্রথমবার ফোনটির ঘোষণা দেওয়া হয়। তখন জানানো হয়েছিল, ফোনটি আগস্ট বা সেপ্টেম্বরের মধ্যে গ্রাহকদের হাতে পৌঁছাবে। কিন্তু সময়সীমা শেষ হলেও ফোন পাওয়া যায়নি। পরে প্রতিষ্ঠানটি ওয়েবসাইটে সম্ভাব্য মুক্তির সময় পরিবর্তন করে লিখেছিল— ‘চলতি বছরের শেষ দিকে’। তবে ২০২৬ সাল শুরু হয়ে গেলেও এখনো কোনো আপডেট নেই।

ফোনটির আগে থেকে বুকিং নেওয়া হয়েছিল। গ্রাহকদের কাছ থেকে ১০০ ডলার করে প্রি-অর্ডার নেওয়া হলেও কেউ এখনো ফোন পাননি। ওয়েবসাইটে নতুন মুক্তির তারিখও স্পষ্ট করা হয়নি।

ফিন্যান্সিয়াল টাইমস জানায়, ২০২৫ সালের ডিসেম্বরে ট্রাম্প মোবাইলের কাস্টমার সার্ভিস জানিয়েছিল, যুক্তরাষ্ট্রে সরকারি কার্যক্রমের অচলাবস্থা (শাটডাউন) ফোনটির উৎপাদন ও সরবরাহে বিলম্ব ঘটিয়েছে।

প্রথমে ফোনটি সম্পূর্ণ যুক্তরাষ্ট্রে তৈরি হবে বলে দাবি করা হলেও পরে তা সম্ভব হয়নি। এছাড়া নেটওয়ার্ক পরিষেবার ক্ষেত্রে সীমাবদ্ধতা ও প্রযুক্তিগত সমস্যা থাকায় ব্যবহারকারীরা অসন্তুষ্ট।

আন্তর্জাতিক তথ্যপ্রযুক্তি গবেষণা প্রতিষ্ঠান আইডিসি-এর বিশ্লেষক ফ্রান্সিসকো জেরোনিমো পিবিএসকে বলেন, “শুরু থেকেই আমরা সন্দিহান ছিলাম। সম্ভবত তারা বুঝতে পারছে, একটি স্মার্টফোন তৈরি করা সহজ নয়। দেখা যাক, এটি আদৌ বাজারে আসে কি না।”

২০২৬ সালের শুরু হলেও ট্রাম্প মোবাইল টি১ ফোনের নির্দিষ্ট সময়সূচি নেই। প্রযুক্তি বিশ্লেষকদের মতে, বাজারে এলে ফোনটি ঘোষিত বৈশিষ্ট্য ও প্রতিশ্রুতির সঙ্গে মিল নাও থাকতে পারে।

ফলে, ডোনাল্ড ট্রাম্পের নামের সঙ্গে যুক্ত এই ‘গোল্ডেন ফোন’ এখনো রয়ে গেছে শুধু ঘোষণা পর্যায়ে। ক্রেতা ও সমর্থকেরা অপেক্ষা করছেন—ফোনটি আসবে কি না, তা এখনও অনিশ্চিত।

আরএস

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!