প্রযুক্তি

পরিচয় গোপন করে চ্যাটের সুবিধা আনছে হোয়াটসঅ্যাপ

আপডেট: নভে ১৭, ২০২৫ : ০৫:৩৮ এএম
পরিচয় গোপন করে চ্যাটের সুবিধা আনছে হোয়াটসঅ্যাপ

জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে আসছে আরও শক্তিশালী গোপনীয়তার সুবিধা। ব্যবহারকারীর নাম বা মোবাইল নম্বর প্রকাশ না করেই চ্যাট করার সুবিধা যুক্ত করতে যাচ্ছে মেটা। বিটা সংস্করণে পরীক্ষাধীন এই ফিচার চালু হলে ব্যক্তিগত নিরাপত্তা আরও একধাপ এগিয়ে যাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

হোয়াটসঅ্যাপের প্রোফাইল সেটিংসে যুক্ত হবে ‘রিজার্ভ ইউজার’ নামে নতুন একটি অপশন। এটি সক্রিয় করলে অপর পক্ষ ব্যবহারকারীর নাম বা নম্বর—কোনোটিই দেখতে পারবে না। অচেনা নম্বর থেকে অনাকাঙ্ক্ষিত মেসেজ আসা কমাতে এই সুবিধা কার্যকর হবে বলে মনে করা হচ্ছে। শুধু পরিচয় লুকিয়ে চ্যাটই নয়, সাইবার নিরাপত্তা বাড়াতেও থাকছে নতুন ব্যবস্থা। অজানা ওয়েবসাইট বা তৃতীয় পক্ষের প্ল্যাটফর্ম থেকে পাঠানো কোনো বার্তা স্বয়ংক্রিয়ভাবে ব্লক হয়ে যাবে। ফলে ফিশিং, স্ক্যাম বা ব্যক্তিগত তথ্য চুরির ঝুঁকি অনেকটাই কমে যাবে।

নাম–নম্বর গোপন থাকলে কীভাবে নতুন কেউ যোগাযোগ করবে—এমন প্রশ্নের জবাবে হোয়াটসঅ্যাপ জানিয়েছে, এ ক্ষেত্রে ব্যবহারকারীরা পাবেন ‘ইউজার নেম উইথ পিন’ অপশন। চার অঙ্কের ব্যক্তিগত পিন জানা থাকলেই কেউ বার্তা পাঠাতে পারবে। অর্থাৎ কারা যোগাযোগ করতে পারবে তা নিয়ন্ত্রণ থাকবে সম্পূর্ণ ব্যবহারকারীর হাতে।
হোয়াটসঅ্যাপ জানায়, অনলাইন নিরাপত্তাকে অগ্রাধিকার দিতেই এই অতিরিক্ত সুরক্ষা স্তর যোগ করা হচ্ছে। সাইবার নিরাপত্তা নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ বাড়তে থাকায় নতুন এই উদ্যোগ ব্যবহারকারীর আস্থা বাড়ানোর পাশাপাশি মেটার গোপনীয়তা নীতিতেও নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। নিরাপদ ও ঝামেলামুক্ত চ্যাটিং অভিজ্ঞতার জন্য ফিচারটি আগামী বছর উন্মুক্ত করা হতে পারে।

 

আরএস

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!