রাজধানীর পুরান ঢাকার বংশাল এলাকায় আজ সকালে ভূমিকম্পের সময় একটি পাঁচ তলা ভবনের অংশ ধসে তিন পথচারী নিহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি। নিহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ শুক্রবার (২১ নভেম্বর) সকাল বেলা বংশালের কসাইটুলি এলাকায় ভূমিকম্প শুরু হতেই হঠাৎ ভবনের রেলিং ধসে পড়ে। রাস্তায় হেঁটে যাচ্ছিলেন তিনজন পথচারী। দুর্ঘটনায় ঘটনাস্থলেই তারা নিহত হন। বংশাল থানার ডিউটি অফিসার আশীষ কুমার ঘোষ জানান, “ভূমিকম্পের সময় ভবনের রেলিং ধসে পড়ায় তিন পথচারী নিহত হয়েছেন। আমাদের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকার্য সম্পন্ন করেছেন। নিহতদের নামপরিচয় এখনও জানা যায়নি।” দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ত্রাণ ও উদ্ধারকাজ পরিচালনা করে।
আরএস
No comments yet. Be the first to comment!