আগামী ৬–৮ ডিসেম্বর ঢাকায় তিন দিনব্যাপী তৃতীয় বাংলাদেশ জ্বালানি সম্মেলন ২০২৫- অনুষ্ঠিত হতে যাচ্ছে। ঢাকা রিপোর্টার্স ইউনিটি, সেগুনবাগিচায় আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানাানো হয়।
সম্মেলনটির আয়োজন করছে বাংলাদেশের প্রতিবেশ ও উন্নয়ন বিষয়ক কর্মজোট (BWGED) এর সঙ্গে বাংলাদেশের স্বনামধন্য ১৬টি সহ-আয়োজক সংগঠন। সম্মেলনের উদ্বোধন করবেন অন্তর্বর্তীকালীন সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সম্মেলনের মূল বক্তব্য উপস্থাপন করেন জনাব বেনজীর আহমেদ, পলিসি অ্যাডভাইজার, ক্লিন (CLEAN)। বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন নেওয়াজুল মৌলা, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (TIB), হামিদুল ইসলাম, একশনএইড বাংলাদেশ, শরীফ জামিল, ওয়াটারকিপারস বাংলাদেশ, ডঃ শাহারিয়ার আহমেদ চৌধুরী, সিআরইএসএল, সিকান্দার আলী মিনা, সেইফটি এন্ড রাইটস প্রমুখ।
এই সম্মেলনে মোট ১৩টি টেকনিক্যাল সেশন অনুষ্ঠিত হবে, যেখানে জ্বালানি খাতের বর্তমান অবস্থা, ব্যাংক ও বহুজাতিক অর্থায়ন, নবায়নযোগ্য জ্বালানির সম্ভাবনা, জ্বালানি নিরাপত্তা, শিল্পখাতে কার্বন নির্গমন, সংবাদমাধ্যম ও যুব সমাজের ভূমিকা, নারী ও আদিবাসীদের অংশগ্রহণ এবং রাজনৈতিক দলের ভূমিকা-সহ সার্বিক জ্বালানি রূপান্তরের পথরেখা নিয়ে বিশদ আলোচনা হবে।
সংবাদ সম্মেলনের মাধ্যমে আয়োজকরা দেশ-বিদেশের সাংবাদিক, নীতি নির্ধারক, বিনিয়োগকারী, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান এবং সংশ্লিষ্ট সকল পক্ষকে তৃতীয় বাংলাদেশ জ্বালানি সম্মেলনে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানান। আয়োজকগন আশা রেখে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন যে, এই সম্মেলনের আলোচনা বাংলাদেশের জ্বালানি ও জলবায়ু নীতিতে যুগান্তকারী ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আরএস
No comments yet. Be the first to comment!