নারায়ণগঞ্জ কাঁচপুর এলাকায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। এদের মধ্যে একজন নারী ও এক শিশু রয়েছে।
স্থানীয় সময় গত শুক্রবার (৫ ডিসেম্বর) রাত তিনটার দিকে এই ঘটনা ঘটে। পরে ভোর চারটার দিকে দগ্ধদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। দগ্ধরা হলেন—জরিনা বেগম (৬৫), আলাউদ্দিন (৩৫), সাঁথিয়া আক্তার (১৪) ও সাইমা (৪)।
দগ্ধদের হাসপাতালে নিয়ে আসা সালমা আক্তার বলেন, “আমার ভাইয়ের বাসায় লাইনের মাধ্যমে রান্না চলতো। ভোরে গ্যাস লাইনের লিকেজের কারণে ঘরে গ্যাস জমে যায়। এরপর হঠাৎ বিস্ফোরণ ঘটে এবং আমার ভাই-ভাতিজিসহ পরিবারের চারজন দগ্ধ হন। আমরা ভোরে তাদের বার্ন হাসপাতালে নিয়ে আসি। পরে ভর্তি করা হয়েছে।”
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, দগ্ধদের মধ্যে জরিনা বেগমের শরীরে ২০ শতাংশ দগ্ধ, আলাউদ্দিনের ৪০ শতাংশ, সাঁথিয়া আক্তারের ১২ শতাংশ এবং সাইমার ৩০ শতাংশ দগ্ধ রয়েছে।
ডা. শাওন বলেন, “অ্যালাউদ্দিনের দগ্ধের পরিমাণ বেশি হওয়ায় তাকে এইচডিইউতে রাখা হয়েছে। অন্যদের জরুরি বিভাগে পর্যবেক্ষণে রাখা হয়েছে। প্রয়োজনে তাদেরও ওয়ার্ডে রেফার করা হতে পারে।”
আরএস
No comments yet. Be the first to comment!